হিয়েরোগ্লিফিক লিপির বিবর্তন– লিপিবিশারদদের মতে সবথেকে প্রাচীন মিশরীয় লিপির নমুনাটি প্রায় পৌনে সাত হাজার বছর পুরনো। যাইহোক কালক্রমে এই লিপির বিবর্তন ঘটেছিল। প্রথমদিকে হিয়েরোগ্লিফিক লিপি ছিল মূলত চিত্রলিপি, পরে তা ধ্বনিলিপির কাছাকাছি চলে এসেছিল। এই লিপির চিহ্নসংখ্যা ছিল ৫০০ এবং কোনো স্বরচিহ্ন ছিল না। কয়েকটি চিহ্ন একটিমাত্র ব্যঞ্জনধ্বনিকে বোঝাতো আবার এক একটি ব্যাঞ্জনধ্বনির জন্য একাধিক চিহ্নের ব্যবহার করা হত। মুলত ডান থেকে বাম দিকে লেখা হলেও বাম থেকে ডান দিকে লেখা হিয়েরোগ্লিফিক লিপির নমুনাও পাওয়া গেছে।