লিপির ইতিহাস (একাদশ শ্রেণী)
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- প্রাচীন মিশরের লিপির পরিচয় দাও। ৫
অথবা, হিয়েরোগ্লিফিক কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪
উত্তর- প্রাচীন মিশরের লিপির নাম হল হিয়েরোগ্লিফিক লিপি।
লিপি বিশারদদের মতে চার থেকে পাঁচ হাজার খ্রিস্ট পুর্বাব্দে লিপির ব্যাবহার শুরু হয়। লিপি বিশারদ জোহানস ফ্রেডরিক সাতটি প্রাচীন সভ্যতার কথা বলেন যেখানে লিপির ব্যাবহার শুরু হয়েছিল। সেই সাতটি সভ্যতার মধ্যে অন্যতম হল মিশর। আনুমানিক ৪০০০ খ্রীঃ পূঃ মিশরীয় লিপির উদ্ভব ঘটেছিল।
হিয়েরোগ্লিফিক লিপি– হিয়েরোগ্লিফিক কথাটি এসেছে দুটি গ্রীক শব্দ থেকে- ‘হিয়োরাস’ কথার অর্থ পবিত্র এবং ‘গ্লিফেইন’ কথার অর্থ খোদাই করা। সেই অর্থে হিয়েরোগ্লিফিক কথার অর্থ পবিত্র লিপি। মিশরীয়দের বিশ্বাস ছিল ‘থথ’ নামক দেবতা এই ভাষা প্রবর্তন করেন।
বাকি অংশ পরের পাতায়