একাদশ শ্রেণি
বড় প্রশ্ন (মান-৫)
বাংলা সাহিত্যের মধ্যযুগ
প্রশ্ন- বৈষ্ণব পদ রচনায় জ্ঞানদাসের কৃতিত্ব আলোচনা কর। (৫)
উত্তর- বৈষ্ণব পদসাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি হলেন জ্ঞানদাস। তিনি চৈতন্য পরবর্তী যুগের একজন প্রথম শ্রেণির কবি ছিলেন। তিনি নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা দেবীর মন্ত্র-শিষ্য ছিলেন। তাঁর সঙ্গেই কবি বৃন্দাবনে তীর্থযাত্রা করেন এবং খেতুরী বুঝলেও যোগদান করেন। জ্ঞানদাসের ভনিতায় প্রায় পাঁচশো পদ পাওয়া গেছে। তবে অনেকগুলি পদই অন্য কবির রচনা বলে পণ্ডিতদের অনুমান।
তিনি পূর্বরাগ, অনুরাগ এবং গৌরাঙ্গ বিষয়ক পদ রচনা করেছেন। তবে রূপানুরাগ এবং আক্ষেপানুরাগের পদে জ্ঞানদাস চৈতন্যোত্তর কবিদের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবীদার।
জ্ঞানদাস কে বলা হয় চন্ডীদাসের ভাবশিষ্য। তবে চন্ডীদাস ছিলেন মরমিয়া সাধক, আর জ্ঞানদাস ছিলেন রূপের শিল্পী। চন্ডীদাসের পদে আছে রহস্যঘনতা, আর জ্ঞানদাসের পদে ভাবের অসামান্য প্রকাশ লক্ষ্য করা যায়।
কবি বাংলা ও ব্রজবুলি উভয় ভাষাতেই পদ রচনা করেছেন। তবে, বাংলা ভাষায় রচিত পদগুলিতেই তাঁর কাব্যপ্রতিভার সার্থক প্রতিফলন ঘটেছে। অপরদিকে, বিদ্যাপতিকে অনুসরণ করে ব্রজবুলিতে লেখা তাঁর পদগুলি উৎকৃষ্ট সাহিত্য হয়ে উঠতে পারেনি।
জ্ঞানদাসের কাব্যপ্রতিভা ছিল উচ্চমানের। সেজন্য তাঁকে কষ্ট করে অলংকারশাস্ত্রের আশ্রয় নিতে হয়নি। তাছাড়া, তিনি যেভাবে চিত্রকল্পের মাধ্যমে ভাবপ্রতিমা নির্মাণ করেছেন তা আধুনিককালের পাঠককেও মুগ্ধ করে।