জ্ঞানচক্ষু- MCQ টেস্ট

জ্ঞানচক্ষু গল্পঃ এমসিকিউ টেস্ট

দশম শ্রেণির পাঠ্য গল্প জ্ঞানচক্ষু। লেখিকা- আশাপূর্ণা দেবী। এই ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পের মূল বিষয়বস্তু এবং গুরুত্বপূর্ণ লাইনগুলি হাইলাইট করে তুলে ধরা হয়েছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। জ্ঞানচক্ষু গল্প থেকে বড় প্রশ্ন এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য এখানে ক্লিক করো

এই টেস্টে দশম শ্রেণির পাঠ্য গল্প ‘জ্ঞানচক্ষু’ থেকে গুরুত্বপূর্ণ ১৫ টি এমসিকিউ দেওয়া হল। পরপর উত্তর দিয়ে যাও, সব উত্তর দেওয়া হয়ে গেলে কতগুলি প্রশ্ন ঠিক বা ভুল হয়েছে জানা যাবে।

1.

‘সন্ধ্যাতারা’ পত্রিকার সূচিপত্রে তপনের কী নাম ছিল?

 
 
 
 

2.

কোন ঘটনাকে অবলম্বন করে তপন গল্প লিখেছিল? 

 
 
 
 

3. তপনের নতুন মেসো ছিলেন একজন

 
 
 
 

4.

“বাবা, তোর পেটে পেটে এত”- কে একথা বলেছিল?

 
 
 
 

5.

তপনের গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

 
 
 
 

6.

তপনের গল্পটা পড়ে কে বলেছিল ‘ওমা এতো বেশ লিখেছিস রে!”?

 
 
 
 

7.

“মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।”- কোন কাজের কথা বলা হয়েছে?

 
 
 
 

8.

কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল?

 
 
 
 

9.

“না- না আমি বলছি তপনের হাত আছে”- কার কথা?

 
 
 
 

10.

ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিল?

 
 
 
 

11.

“এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে ….” ( শূন্যস্থান পূরণ করো)

 
 
 
 

12.

‘তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়।’- কথাটি বলেছিলেন

 
 
 
 

13.

“বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা”-  কোন কথাটা?

 
 
 
 

14.

কোন দিনটিকে তপনের সবথেকে দুঃখের দিন বলে মনে হয়েছিল?

 
 
 
 

15.

প্রথম গল্পটি ছাপার আগেই তপন আর ক’টি গল্প লিখেছিল?

 
 
 
 


error: Content is protected !!