একাদশ শ্রেণী
নাটক গুরু
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- ‘পঞ্চকদাদা বলেন অচলায়তনে তাঁকে কোথাও ধরবে না”- বক্তা কে? পঞ্চকদাদা কে? তাঁকে বলতে কাকে বোঝানো হয়েছে? “তাঁকে কোথাও ধরবে না’- পঞ্চকদাদার এরকম মনে হয়েছে কেন? ১+১+১+২
উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুরু’ নাটকের প্রথম দৃশ্যে উপস্থিত বালকদের মধ্যে প্রথম বালকটি একথা বলেছিল।
পঞ্চকদাদা অর্থাৎ, পঞ্চক হল অচলায়তনের একজন বয়স্ক শিক্ষার্থী। সে অচলায়তনের পুঁথিগত বিদ্যা মন থেকে মেনে নিতে পারেনি। এইজন্য যথা সময়ে তার শিক্ষালাভ সম্পুর্ণ হয়নি। তার আরেকটি পরিচয় হল, সে অচলায়তনের মহাপন্ডিত মহাপঞ্চকের ভাই।
প্রথম বালকটি ‘তাঁকে’ বলতে গুরুকে বোঝাতে চেয়েছিল।
অচলায়তনের কেউই গুরুকে কোনদিন স্বচক্ষে দেখেনি। গুরু আসছে শুনে সকলের মধ্যেই কৌতুহল দেখা যায়। সকলেই নিজের মতো করে গুরুকে কল্পনা করে নেয়। মহাপঞ্চক, উপাধ্যায় প্রভৃতির মনে হয়েছিল যে গুরু হবেন মূর্তিমান ঈশ্বর এবং অচলায়তনের মন্ত্র-তন্ত্র-আচারের প্রতি নিষ্ঠাবান একজন যোগী পুরুষ। অপরদিকে, পঞ্চকের মনে হয়েছিল যে গুরু হবেন এসবের উর্দ্ধে।
বাকি অংশ পরের পাতায়