একাদশ শ্রেণী
নাটক গুরু
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন. “গুরু” নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন্ ঘটনাটিকে তোমার সর্বাপেক্ষা চিত্তাকর্ষক বলে মনে হয়েছে তা লেখো৷ ২+৩
উত্তর– রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটকে মোট তিনটি ঘটনাস্থল রয়েছে। সেগুলি হল অচলায়তন, পাহাড় মাঠ ও দর্ভকপল্লী।
![](https://i0.wp.com/banglasir.com/wp-content/uploads/2019/11/Rabindranath-thakur-guru-11-300x183.jpg?resize=300%2C183)
গুরু নাটকের চতুর্থ দৃশ্যের প্রেক্ষাপট হল অচলায়তন। এই দৃশ্যে গুরুর আগমনের ঘটনাটি আমার কাছে সবথেকে চিত্তাকর্ষক মনে হয়েছে। গুরুর আগমনকে কেন্দ্র করে অচলায়তনের আবাসিকদের মধ্যে অনেকরকম কৌতুহল ছিল। গুরুকে অভ্যর্থনা জানাবার জন্য স্বয়ং মহাপঞ্চক সবধরনের আয়োজন করেছিল। কিন্তু মহাপঞ্চকসহ সকল আবাসিককে চমকে দিয়ে যিনি এলেন তিনি যুনকদের নেতা দাদাঠাকুর। গুরুকে স্বাগত জানাবার জন্য অচলায়তনের মূল দ্বারে শাঁখ বাজানোর কথা ছিল কিন্তু দাদাঠাকুর অচলায়তনের প্রাচীর এবং তার দ্বার ভেঙে চুরমার করে দিয়েছিলেন।
বাকি অংশ পরের পাতায়