মহাপঞ্চক অচলায়তনের আচার-সর্বস্ব গন্ডিবদ্ধ জীবনকেই চিরন্তন সত্য বলে মনে করেছিল। যুনকদের সঙ্গে নিয়ে গুরু অচলায়তনের সমস্ত প্রাচীর ভেঙে ফেলে অচলায়তনকে মুক্তাঙ্গনে পরিণত করেছিলেন। কিন্তু বাইরের প্রাচীর ভেঙ্গে ফেললেও মানবহৃদয়ের অন্তরের প্রাচীর অর্থাৎ, আজন্মলালিত বিশ্বাস ভেঙে ফেলা সম্ভব নয়। সেই জন্য প্রথম যূনক মহাপঞ্চককে শাস্তি দেওয়ার কথা বললে দাদাঠাকুরবেশী গুরু বলেছিলেন- “ও আজ যেখানে বসেছে, সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না”।