একাদশ শ্রেণী
নাটক গুরু
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন. ‘ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌছায় না !’–কার সম্পর্কে, কে এই ‘কথা বলেছেন? এই বক্তব্যের তাৎপর্য কী? ২+৩
উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরু নাটকে দাদাঠাকুরবেশী গুরু মহাপঞ্চক সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন।
গুরু নাটকের শেষ দৃশ্যে অচলায়তনের প্রাঙ্গণে গুরুর আবির্ভাব ঘটে। গুরু সম্পর্কে অচলায়তনিকদের মনে যে ধারণা ছিল তার সাথে এই গুরুর কোন মিল খুঁজে পাওয়া যায় না। সেইজন্য প্রথমে কেউ তাকে গুরু বলে স্বীকার করতে চায়নি। অচলায়তনের শঙ্খবাদক এবং মালি দাদাঠাকুরকে গুরু বলে সম্বোধন করার পর সকলেই তাকে গুরু বলে বরণ করেছিল। কিন্তু মহাপঞ্চক তখনও দাদাঠাকুরকে গুরু মানতে অস্বীকার করে। শুধু তাই নয়, অচলায়তনের স্বঘোষিত আচার্য হিসাবে মহাপঞ্চক গুরুকে অচলায়তন থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। যখন তার সেই নির্দেশ ফলপ্রসূ হল না তখন সে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বার রোধ করে প্রায়োপবেশনে বসার সিদ্ধান্ত নেয়।
এরপর পরের পাতায়