একাদশ শ্রেণী
নাটক গুরু
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন. ‘আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই”৷-এই গান কারা গেয়েছে? প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কীভাবে তাদের গানে ভাষা পেয়েছে? ১+৪
উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গুরু’ নাটকে “আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই” গানটি গেয়েছিল যুনকরা।
গুরু নাটকের দ্বিতীয় দৃশ্যের প্রেক্ষাপট হল পাহাড় মাঠ। সেখানে পঞ্চক যূনকদের সাথে মিলিত হয়। তাদের সঙ্গে কথা বলে পঞ্চক জানতে পারে যে তাদেরকে মন্ত্র-তন্ত্র শিখতে হয় না এবং তাদের দৈনন্দিন জীবনেও কোনোরকম শাস্ত্রবিধির বাধ্যবাধকতা নেই। যূনকদের জীবন হল কর্মময় এবং গানের মাধ্যমে তাদের সেই কর্মময় জীবনবৃত্তান্ত তারা তুলে ধরেছে।
যূনকদের জীবনে কর্মই হলো ধর্ম। তারা প্রকৃত কর্মযোগী। কাজের ক্ষেত্রে তাদের কোনো ছুঁৎমার্গ নেই। তারা অনায়াসে সব কাজ করতে পারে। তাদের গানে সেই কথাই তারা বলেছে-
“সব কাজে হাত লাগাই মোরা সব কাজেই”।
আবার কাজের প্রয়োজনে তারা “সব দেশেতেই বেড়াই ঘুরে, সব সাজেই”। অচলায়তনের আবাসিকদের গন্ডিবদ্ধ জীবনের তুলনায় যূনকদের জীবন ছিল আক্ষরিক অর্থেই মুক্ত।
যূনকরা কোন কাজে নামার আগে হার-জিতের কথা ভাবে না, কারণ তাদের কাছে কাজ করাটাই আসল আনন্দ। একইসঙ্গে, কোনো কাজে নামলে তারা শেষ না হওয়া পর্যন্ত হাল ছেড়ে দেয় না।
যূনকরা অদৃষ্টবাদী নয়- তারা নিজেরাই নিজেদের ভাগ্যের কারিগর। তাই তারা বলেছে- “আপন হাতের জোরে/আমরা তুলি সৃজন করে।”
আর এভাবেই তারা প্রাণ দিয়ে ঘর বাঁধে এবং সেই ঘরে জীবন অতিবাহিত করে।