যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে…

একাদশ শ্রেণী 

নাটক গুরু

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- “যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন তাঁকে একটা জায়গায় ধরতে গেলে তাঁকে হারাতে হয়”- কথাটি কে কাকে বলেছেন? একথার তাৎপর্য কী? ২+৩

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুরু’ নাটকে গুরু দর্ভকপল্লিতে নির্বাসিত অচলায়তনের আচার্য অদীনপুণ্যকে একথা বলেছেন। 

গুরু
গুরু নাটক

উদ্ধৃত অংশে গুরু ঈশ্বরের জগতময় ব্যাপ্তির কথা বলতে চেয়েছেন। ঈশ্বরের আলাদা কোন জগত নেই- জগতের প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের প্রকাশ। ঈশ্বর উপলব্ধির জন্য কোনো কৃত্রিম পন্থা অবলম্বন করার দরকার নেই, সহজ ভক্তিতেই তাঁকে লাভ করা যায়। কিন্তু মানুষ ঈশ্বর আরাধনার জন্য মন্ত্র রচনা করেছে। জগতে সর্বত্র বিচরণকারী ঈশ্বরকে একটিমাত্র জায়গায় ধরে রাখার বাসনায় মানুষ মন্দির নির্মান করেছে।

ঈশ্বর সাধনার জন্য গড়ে উঠেছে হাজাররকমের সংস্কার। সংস্কার থেকে এসেছে কুসংস্কার। আর এই সকল সংস্কার-কুসংস্কার মানুষকে ক্রমশ ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দিয়েছে। নিজের তৈরি সংস্কারের জালে মানুষ এমনভাবে জড়িয়ে পড়েছে যে একসময় ঈশ্বরের আরাধনা হয়ে উঠেছে অভ্যাসের মতো। 

অচলায়তনে ঠিক এমনটাই ঘটেছিল। সেখানে জ্ঞানমার্গে ঈশ্বরের সাধনা হওয়ার কথা ছিল। কিন্তু আচার্য অদীনপুণ্যের নেতৃত্বে অচলায়তনের শিক্ষা হয়ে ওঠে আচারসর্বস্ব। বাকি জগত থেকে নিজেদের আড়াল করতে গিয়ে একসময় তারা নিজেরাই ক্ষুদ্র গণ্ডীতে আবদ্ধ হয়ে পড়ে। তাই অচলায়তনের পাশেই দর্ভকপাড়ায় গুরু বারবার এসেছেন কিন্তু অচলায়তনে তিনি বহুদিন আসেননি। আলোচ্য অংশে গুরু সেই কথাই বলতে চেয়েছেন।

error: Content is protected !!