এর ঠিক বিপরীত প্রান্তে দাঁড়িয়ে যূনকরা দিনরাত নানা কাজের মধ্য দিয়ে তাদের অস্তিত্বের কথা ঘোষণা করছে। চাষ করার সময় তারা লাঙ্গলের ফলা দিয়ে এমনভাবে পৃথিবীর বুক ছিন্নভিন্ন করে দেয় যে পৃথিবীও তাদের কথা স্মরণে রাখে। এইজন্য প্রথম যুনক বলেছিল “পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি।”