একাদশ শ্রেণী
নাটক গুরু
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- “পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি”- কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। ২+৩
উত্তর– রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুরু’ নাটকের দ্বিতীয় দৃশ্যে পঞ্চক এসে উপস্থিত হয় পাহাড় মাঠে। সেখানে যূনকদের বসতি। তাদের সঙ্গে কথোপকথনের সময় পঞ্চক জানতে চায় যে, তারা চাষ করে কিনা। এর উত্তরে প্রথম যূনক এই কথাগুলি বলেছিল।
যূনকদের জীবনে কর্মই হল ধর্ম। তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নানা কাজে নিযুক্ত থাকে। আর সব কাজের মতো তারা চাষও করে। চাষ করে তারা যে শস্য উৎপাদন করে তা দিয়ে তারা নিজেদের ভরণপোষণ করে এবং অন্যদেরও খাবার জোগান দেয়।
এই শস্য দিয়ে অচলায়তনের আবাসিকরাও উদরপূর্তি করে থাকে কিন্তু তাদের চাষ করা চলে না, কারণ, সেটা শাস্ত্র মতে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ তারও কোনো যুক্তিসম্মত ব্যাখ্যা নেই। আসলে, শাস্ত্রবিধির বাধানিষেধ তাদের জীবনকে এমনই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে বদ্ধ জলাশয়ের মতো নিস্তরঙ্গ জীবনযাপনে তারা অভ্যস্ত হয়ে পড়েছে। অচলায়তনের বাইরে থেকে তাদের অস্তিত্ব টের পাওয়া না।
বাকি অংশ পরের পাতায়