পঞ্চক এবং মহাপঞ্চক চরিত্র দুটির তুলনা

একাদশ শ্রেণী

নাটক- গুরু

বড় প্রশ্ন (মান- ৫)

৩। গুরু নাটকে পঞ্চক এবং মহাপঞ্চক চরিত্র দুটির তুলনা কর।

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গুরু’ নাটকের দুটি অন্যতম চরিত্র হল পঞ্চক এবং মহাপঞ্চক। যদিও সম্পর্কে তারা সহোদর তবু চারিত্রিক বৈশিষ্ট্যের বিচারে পঞ্চক এবং মহাপঞ্চক সম্পূর্ণ বিপরীত মেরুর। চরিত্রদুটির মধ্যে নিম্নরূপ পার্থক্য বর্তমান-

অধ্যাবসায়গত– মহাপঞ্চক পুঁথিগত জ্ঞানের ভাণ্ডার ছিল। অচলায়তনের আবাসিকদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিল মহাপঞ্চক। পঞ্চক ছিল তাঁর সম্পূর্ণ বিপরীতে। পুঁথিগত বিদ্যা তার অসার বলে মনে হত।

প্রথানুগত্য– অচলায়তনের প্রথার স্থান ছিল প্রাণের উপরে। অচলায়তনের প্রতিটি আবাসিক প্রথার কাছে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল। মহাপঞ্চক ছিল তাদের অন্যতম। অপরদিকে পঞ্চকের মধ্যে প্রথা ভাঙার প্রবণতা বিপুল ভাবে লক্ষ্য করা যায়। চোখ বন্ধ করে সবকিছুকে বিশ্বাস করা পঞ্চকের কাছে অসম্ভব মনে হত।

উদারতা– মহাপঞ্চকের জ্ঞানের ভাণ্ডার যতখানি সমৃদ্ধ, তার মন ততখানি সংকীর্ণ। অপরপক্ষে, পঞ্চক উদার। ম্লেচ্ছ বলে পরিচিত যুনক এবং দর্ভকদের সে অনায়াসে আপন করে নিতে পেরেছে।

মানবতা– মাহাপঞ্চক মাহাপন্ডিত হলেও তাঁর মধ্যে মানবিকতার লেশমাত্র ছিল না। প্রথাকে প্রাধান্য দিতেগিয়ে সে প্রাণকে তুচ্ছ মনে করত। অপর দিকে পঞ্চক চরিত্রটি মানবতার মূর্ত প্রতীক।

পঞ্চক আর মহাপঞ্চক চরিত্র দুটির সবচেয়ে বড় পার্থক্য যেটি , সেটি হল- সনাতন ধর্মনীতিকে মহাপঞ্চক আদর্শ বলে মনে করেছে। কিন্তু অচলায়তনের কঠোর অনুশাসন পঞ্চকের মনকে বশ করতে পারেনি।

error: Content is protected !!