গালিলিও
বড় প্রশ্ন (মান ৫)
প্রশ্ন- সংক্ষেপে গ্যালিলিওর ছাত্রজীবনের বর্ণনা দাও। ৫
উত্তর- সত্যেন্দ্রনাথ বসুর গালিলিও প্রবন্ধে বিশ্ববন্দিত জ্যোতির্বিজ্ঞানী গালিলিওর ছাত্রজীবনের সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যায়।
গালিলিওর শিক্ষাজীবন শুরু হয় তেরো বছর বয়সে। তাঁর বাবা তাঁকে ভালাম ব্রোসার (Vallam-brosa) বেনেডিকটিন সম্প্রদায়ের মঠে ভর্তি করেছিলেন। সেখানে তিনি দু’বছর ধরে সাহিত্য, ন্যায়, ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। কিন্তু বাবার আপত্তিতে গালিলিওকে মঠ ছাড়তে হয়েছিল। আসলে তিনি ভয় পেয়েছিলেন যে তাঁর ছেলে যদি মঠে সন্ন্যাসীদের সান্নিধ্যে থেকে নিজেও সন্ন্যাসী হয়ে যায়।
গালিলিওদের আর্থিক অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। গালিলিওর বাবা চাইতেন তার ছেলে যেন সংসারের হতশ্রী পুনরুদ্ধার করতে পারে। তিনি ভাবতেন ডাক্তারি নিয়ে পড়াশোনা করলে অনেক রোজগারের সম্ভাবনা আছে। এজন্য সতেরো বছর বয়সে গালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছিলেন।
ছাত্র হিসেবে গালিলিও যুক্তি-তর্কের প্রতি নিষ্ঠাবান ছিলেন। চোখ বন্ধ করে কোনো কিছুকে মেনে নেওয়া তাঁর ধাতে ছিল না। যেকারণে প্রায়শই অন্য ছাত্র এমনকি শিক্ষকদের সঙ্গেও তিনি তর্ক শুরু করতেন।
যাইহোক, ডাক্তারি পড়া তাঁর সম্পূর্ণ হয়নি। হঠাৎ করেই একসময় তিনি গণিতের প্রতি আসক্ত হয়ে পড়েন। তাদের এক পারিবারিক বন্ধু যিনি গণিতে মহাপন্ডিত ছিলেন, তাঁর শিষ্যত্বেই শুরু হয় গালিলিওর গণিতচর্চা। অল্প সময়ের মধ্যেই পান্ডিত্যে তিনি গুরুকেও অতিক্রম করেছিলেন।