ডাকাতের মা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- “এতক্ষণে বুঝে সৌখী ব্যাপারটা”- কোন ব্যাপারটার কথা বলা হয়েছে? সে কিভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল তা নিজের ভাষায় লেখ। ২+৩
উত্তর- সতীনাথ ভাদুড়ির ‘ডাকাতের মা’ গল্পে সৌখী যে ব্যাপারটা বুঝে ছিল তা হল- তার মা চৌদ্দ আনা পয়সার জন্য একটা ঘটি চুরি করেছিল।
দীর্ঘদিন জেল খেটে আসার পর সৌখী তখনও বিছানায় শুয়ে ছিল। নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করার জন্য সে ঠিক করেছিল বারোটার আগে উঠবে না। এমন সময় দারোগাসাহেব সহ কয়েকজন পুলিশ তাদের বাড়িতে এসে হাজির হয়। দারোগাসাহেব সৌখীর মাকে কিছু জিজ্ঞাসাবাদ করছিল। ঘুমের ঘোরে সৌখী বুঝে উঠতে পারছিল না তাদের বাড়িতে পুলিশ আসার কারণ। সে নিজে তো গতকাল রাত্রে সাজার মেয়াদ শেষ করে বাড়ি ফিরেছে। বিছানায় শুয়েই সৌখী ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল।
এদিকে সৌখির মা দারোগা পুলিশ দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। বুড়ি কল্পনাও করেনি যে তাদের বাড়িতে পুলিশ আসবে। ব্যাপারটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে সে অপরাধের কথা অস্বীকার করতেও ভুলে গিয়েছিল। দারোগাসাহেব তাকে পুনরায় জিজ্ঞাসা করে যে, সে ওই ঘটি চোদ্দ আনায় বিক্রি করেছে কি না। এরপরেও বুড়ির মুখ থেকে কোন উত্তর বেরোয়নি। কিন্তু সৌখী ব্যাপারটা বুঝে গিয়েছিল যে তার মা তাকে খাওয়ানোর জন্য মাতাদিন পেশকারের ঘটি চুরি করেছিল।