English to Bengali Translation for Class Ten|| Madhyamik Bengali E to B
বঙ্গানুবাদ
বঙ্গানুবাদ কথার অর্থ হল বাংলায় অনুবাদ। যেকোনো ভাষা থেকে বাংলায় অনুবাদ করলে তাকেই বঙ্গানুবাদ বলা হয়; তবে, এখানে আমাদের আলোচ্য ইংরেজি থেকে বাংলায় (English to Bengali) অনুবাদ। বর্তমানে মাধ্যমিক পরীক্ষাতে চার নাম্বারের বঙ্গানুবাদ করতে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পাঠক্রমেও বঙ্গানুবাদ বিষয়টি রয়েছে। এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষাতেও বঙ্গানুবাদ করতে হয়।
ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার জন্য ইংরেজিতে ভালো দখল থাকতে হবে। যার যত বেশি ইংরেজি শব্দার্থ আয়ত্তে থাকে সে তত ভালো অনুবাদ করতে পারবে, একথা ঠিক। কিন্তু মনে রাখতে হবে যথার্থ অনুবাদ আসলে একটি শিল্প।
বঙ্গানুবাদ করার নিয়মনীতি
প্রথমত, অনুবাদ দু রকমের হতে পারে- ১) আক্ষরিক অনুবাদ এবং ২) ভাবানুবাদ। মাধ্যমিক পরীক্ষাতে আক্ষরিক অনুবাদই কাম্য। কিন্তু অনেক সময় প্রদত্ত রচনা আক্ষরিক অনুবাদ সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে ভাবানুবাদ করাই শ্রেয়। তবে, মনে রাখতে হবে, মূল রচনার অর্থ এবং ভাব যেন অনুবাদেও বজায় থাকে।
দ্বিতীয়ত, অনুবাদ করার সময় বাক্যের গঠনগত পরিবর্তন না করাই উচিত। অর্থাৎ মূল রচনাতে কোনো বাক্য যদি সরল বাক্যে থাকে, তবে সেটিকে সরল বাক্যে অনুবাদ করতে হবে; বাক্যটি জটিল বাক্য হলে জটিল বাক্যে অনুবাদ করতে হবে এবং বাক্যটি যৌগিক বাক্যে থাকলে যৌগিক বাক্যেই অনুবাদ করা উচিত। তবে বাক্যটি অনেক বড় এবং জটিল অর্থবহ হলে সেটিকে একাধিক ছোটো বাক্যে ভাঙা যেতে পারে।
তৃতীয়ত, অনুবাদ করার সময় মূল রচনার ক্রিয়ার কাল, ভাব একই রাখতে হবে।
চতুর্থত, সমগ্র অনুবাদটি হয় সাধু গদ্যে অথবা চলিত গদ্যে করতে হবে। সাধু-চলিত মিশিয়ে ফেললে হবে না।
পঞ্চমত, প্রবাদ বাক্যের আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করার শ্রেয়।
মাধ্যমিকের বঙ্গানুবাদ
ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বিগত তিরিশ বছরের মাধ্যমিক পরীক্ষার বঙ্গানুবাদ দেওয়া হল। এইগুলি ভালোভাবে অভ্যাস করলে মাধ্যমিকের বঙ্গানুবাদ অনায়াসে করা যাবে।
মাধ্যমিক পরীক্ষা ২০২০
Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.
উত্তর– গৃহই হল প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। সে দেখে, শুনে এবং গৃহেই শিখতে শুরু করে। উত্তম গৃহে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়। গৃহের কুপ্রভাব একটি শিশুকে নষ্ট করে দেয়।
মাধ্যমিক পরীক্ষা ২০১৯
One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they were beyond his reach.
উত্তর– একদিন একটি শিয়াল আঙ্গুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখল একটি আঙ্গুরলতা থেকে পাকা আঙ্গুর ঝুলছে। সে লাফ দিল কিন্তু পৌঁছাতে পারল না। কারণ তারা তার নাগালের বাইরে ছিল।
মাধ্যমিক পরীক্ষা ২০১৮
The teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.
উত্তর– শিক্ষকদেরকে সমাজের মেরুদণ্ড হিসাবে গণ্য করা হয়। তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলেন। তারা ছাত্রদের নিজের সন্তানের মতো ভালবাসেন। শিক্ষকরা সর্বদাই আমাদের উত্তম ও মহৎ হতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন।
মাধ্যমিক পরীক্ষা ২০১৭
One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat.
উত্তর– একদিন একটি কুকুর একটি কসাইখানা থেকে একটুকরো মাংস চুরি করল। সে একটি সেতু পার হচ্ছিল। হঠাৎ সে জলে তার নিজের ছায়া দেখতে পেল। সে ভাবল ওটা আরেকটা কুকুর এবং তার কাছে আরো বড় মাংসের টুকরো রয়েছে।
মাধ্যমিক পরীক্ষা ২০১৬
Once there was a beautiful princess. When her mother died the king married another lady who had a magic mirror. The mirror said, ‘Queen ! you are beautiful but the princess is more beautiful than you.
উত্তর– একদা এক সুন্দর রাজকন্যা ছিল। যখন তার মা মারা গেলেন তখন রাজা আরও এক ভদ্রমহিলাকে বিয়ে করলেন, যার যাদু আয়না ছিল। আয়না বলল, ‘রানী! আপনি সুন্দর তবে রাজকন্যা আপনার চেয়েও বেশি সুন্দর।
মাধ্যমিক পরীক্ষা ২০১৫
Once two women were quarrelling about the claim of a child. They went to the judge for justice. The judge called the executioner and ordered, “Cut the child into two halves and give one half to each of the women.” One of the women when she heard the order, remained silent! but the other woman began to weep.
উত্তর– একদা দু’জন মহিলা একটি শিশুর ওপর অধিকারের দাবিতে ঝগড়া করতে করতে ন্যায়বিচারের জন্য একজন বিচারকের কাছে গেল। বিচারক ঘাতককে ডেকে আদেশ দিলেন, “শিশুটাকে দুখণ্ড করে কেটে ফেল এবং প্রত্যেককে একটি করে খণ্ড দিয়ে দাও”। তাদের মধ্যে একজন এই আদেশ শুনে চুপ করে থাকল; কিন্তু অপর মহিলাটি কাঁদতে শুরু করল।
মাধ্যমিক পরীক্ষা-২০১৪
There was a shepherd boy. Everyday he would go up the hill to graze the sheep herd. One day, just to have fun he shouted, “Wolf! Help! Wolf! Help!” Down the hill, the farmers were working in their field. They heard his cry to help and at once rushed to the boy.
উত্তর– এক যে ছিল রাখাল বালক। প্রতিদিন সে পাহাড়ের উপরে ভেড়ার পালকে চরাতে যেত। একদিন সে, নেহাতই মজা পাওয়ার জন্য, চিৎকার করে উঠল, “নেকড়ে! বাঁচাও! নেকড়ে! বাঁচাও।” পাহাড়ের নীচে চাষিরা মাঠে কাজ করছিল। তারা তার সাহায্যের আর্তি শুনল এবং সঙ্গে সঙ্গে সেই বালকের কাছে ছুটে এল।
মাধ্যমিক পরীক্ষা-২০১৩
There were once two friends-a lion and a bear. One day they went out in search of food. They were very lucky to find out a dead deer lying in the forest. They were selfish friends. So each of them demanded full share of the dead animal. They could not reach any settlement. Then, there was a fight between the two.
উত্তর– কোনো এক সময় একটি সিংহ এবং একটি ভালুক- দুজনে বন্ধু ছিল। একদিন তারা খাদ্যের সন্ধানে বের হল। তারা খুব ভাগ্যবান ছিল, বনের মধ্যে একটা মৃত হরিণকে (তারা) পড়ে থাকতে দেখল। তারা ছিল স্বার্থপর বন্ধু। সেইজন্য তারা দু’জনেই মৃত পশুটির সম্পূর্ণ অংশ দাবি করল। তারা কোনাে মীমাংসায় পৌছাতে পারল না। তখন তাদের দু’জনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল।
মাধ্যমিক পরীক্ষা-২০১২
Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.
উত্তর– গৃহই হল প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। সে দেখে, শুনে এবং গৃহেই শিখতে শুরু করে। উত্তম গৃহে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়। গৃহের কুপ্রভাব একটি শিশুকে নষ্ট করে দেয়।
মাধ্যমিক পরীক্ষা-২০১১
Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning, we wait eagerly for the daily paper. Twentieth century was an age of newspapers. Through newspapers we gather information about different countries of the world.
উত্তর- খবরের কাগজ পড়া আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠেই আমরা আগ্রহের সঙ্গে দৈনিক খবরের কাগজের জন্য অপেক্ষা করি। বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ। খবরের কাগজের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ সংগ্রহ করি।
বাকি অংশ পরের পাতায়