ধনিতত্ত্ব এমসিকিউ ধনিতত্ত্ব এমসিকিউ টেস্ট ধ্বনিতত্ত্ব এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. ধ্বনিতত্ত্ব অনুযায়ী বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটি? ২৫টি ২৭টি ৩০টি ৩২টি 2. বাংলায় দ্বিস্বরধ্বনি কয়টি? দুটি চারটি ছটি সাতটি 3. ধ্বনিতত্ত্ব বিষয়টি যা বিশ্লেষণ করে- মূলত বিভাজ্য ধ্বনি কেবল অবিভাজ্য ধ্বনি কেবল যুক্তধ্বনি কেবল গুচ্ছধ্বনি 4. চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলায় কটি রয়েছে? একটি দুটি তিনটি চারটি 5. নিচের কোনটি একটি কন্ঠনালীয় ধ্বনি? হ্ ষ্ থ্ ছ্ 6. বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? পাঁচটি সাতটি নটি এগারোটি 7. একটি অবিভাজ্য ধ্বনি হল- দৈর্ঘ্য শ্বাসাঘাত সুরতরঙ্গ উপরের সবকটি 8. উষ্মধ্বনিটি হল- (উঃ মাঃ ২০১৫) শ্ ত্ ম্ ল্ 9. তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত গুচ্ছধ্বনির শেষ ধ্বনিটি সবসময়ই …… হয়। র্ স্ প্ ক্ 10. বাংলা ভাষায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশের তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা- একটি চারটি আটটি বারোটি 11. ধ্বনিমূল হলো ভাষার- ক্ষুদ্রতম অর্থহীন একক ক্ষুদ্রতম অর্থযুক্ত একক বৃহত্তম অর্থহীন একক বৃহত্তম অর্থপূর্ণ একক 12. একটি তড়িত ধ্বনি হলাে- (উঃ মাঃ ২০১৬) ঝ্ ম্ ভ্ ড়্ Loading … Question 1 of 12 Share this: Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to share on Telegram (Opens in new window) Telegram Related