ধ্বনিতত্ত্ব

দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচির অন্তর্গত ভাষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টি হল ‘ধ্বনিতত্ত্ব’। ধ্বনিতত্ত্ব বিষয়টি বেশ কঠিন, যদিও দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচিতে ধ্বনিতত্ত্বের প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, বিস্তারিত আলোচনা নেই। যাইহোক, এই ভিডিওটি দেখলে ধ্বনিতত্ত্ব সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং এই অধ্যায় থেকে সব ছোটো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। ভিডিওটি দ্বাদশ শ্রেণির সিলেবাস অনুসরণ করে তৈরি করা হয়েছে।

ধ্বনিতত্ত্ব

প্রধান আলোচ্য বিষয়

ধ্বনিতত্ত্ব ‘ধ্বনি’ নিয়ে আলোচনা করে। মানুষ কথা বলার সময় যে শব্দ (Sound) করে তাকেই বলে ধ্বনি। তবে হাঁচি, কাশি প্রভৃতির শব্দ কিন্তু ধ্বনি নয়। ভাষা ব্যবহারের সময় যে শব্দ উৎপন্ন হয় তাকেই ধ্বনি বলে। যেকোনো ভাষায় ধ্বনির দু’রকম ভূমিকা থাকে। হয় সেটা ধ্বনিমূল, অথবা সেটা সহধ্বনি। এছাড়াও ধ্বনিতত্ত্বের আলোচনার মধ্যে পড়ে ধ্বনির শ্রেণিকরণ, ধ্বনিমূল ও সহধ্বনি সনাক্তকরণ, ধ্বনির অবস্থান ও সমাবেশ প্রভৃতি বিষয়।

ধ্বনিমূল ও সহধ্বনি

ধ্বনিমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থহীন একক। আর সহধ্বনি হল একটি ধ্বনিমূলের বিভিন্ন রূপভেদ। যেমন, ‘উলটো’ শব্দটিতে ধ্বনি রয়েছে উ+ ল+ ট+ ও । এগুলো সবকটিই এক একটি ধ্বনিমূল। আবার, ‘আলতা’ শব্দটিতে রয়েছে আ+ল+ত+আ এই চারটি ধ্বনি। এগুলিও ধনিমূল। কিন্তু লক্ষ্য করার বিষয় হল ‘উলটো’ আর ‘আলতা’ শব্দে যে দুটি ‘ল’ রয়েছে সেগুলি কিন্তু একই রকমের নয়। দুটির উচ্চারণ স্থান আলাদা আর একটু মন দিয়ে শুনলে বোঝা যাবে এগুলি শুনতেও একটু আলাদা। নিজেরা উচ্চারণ করে দেখলে বিষয়টি ভালো করে বোঝা যাবে। যাইহোক, এইদুটি ‘ল’ হল একে অপরের সহধ্বনি। ধ্বনিমূল আর সহধ্বনির সম্পর্কটা এইরকম- ধ্বনিমূলের জন্য শব্দের অর্থ পালটে যায় কিন্তু সহধ্বনির জন্য কোনো শব্দের অর্থ পরিবর্তিত হয় না।

ধ্বনিমূল সনাক্তকরণ

ধ্বনিতত্ত্বের মূল কাজ হল কোনো একটি নির্দিষ্ট ভাষার মূলধ্বনি এবং সহধ্বনি শনাক্ত করা। এই কাজে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা হয়। কয়েকটি ন্যুনতম শব্দজোড় নির্বাচন করে ধ্বনিমূল নিরূপণ করা হয়। আবার, ধ্বনির পরিপূরক অবস্থান দেখে সহধ্বনি নিরূপণ করা হয়। ধ্বনির মুক্তবৈচিত্রের বিষয়টিও এর আলোচনার মধ্যে পড়ে।

গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন

এমসিকিউ টেস্ট

ভিডিওটি দেখা হয়ে গেলে বা বই থেকে ধ্বনিতত্ত্ব বিষয়টি পড়া হয়ে গেলে এই লিংক থেকে এমসিকিউ টেস্ট দিয়ে নিজের জ্ঞান যাচাই করে নাও।

ভাষাবিজ্ঞানের শাখা  রূপতত্ত্ব

error: Content is protected !!