তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য

সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’

Higher Secondary Bengali Short Story Bharatbarsha by Syed Mustafa Siraj || Long Questions and Answers || দ্বাদশ শ্রেণির পাঠ্য বাংলা গল্প ‘ভারতবর্ষ’ || রচনাধর্মী প্রশ্নোত্তর। 

ভারতবর্ষ
ভারতবর্ষ

প্রশ্ন: ‘তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য’- কোন দৃশ্যের কথা বলা হয়েছে? দৃশ্যটি অদ্ভুত কেন? এই দৃশ্য দেখে উপস্থিত জনতার মধ্যে কী পরিবর্তন এসেছিল? [১+২+২]

উত্তরঃ সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পের শেষের দিকে দেখা যায় যে, বুড়ির মড়াটা হঠাৎ নড়ে উঠেছিল। প্রশ্নোদ্ধৃত অংশে এই অদ্ভুত দৃশ্যের কথা বলা হয়েছে।

আলোচ্য গল্পে বুড়ির নিঃসাড় দেহ দেখে অনেকেই ভেবেছিল বুড়ি মারা গেছে এবং তারা তাকে বাঁশের চ্যাংদোলায় বেঁধে নদীতে ফেলে দিয়ে এসেছিল। বিকেলে সেই বুড়ির মড়াটাই মুসলমান পাড়ার লোকেরা নদী থেকে উঠিয়ে নিয়ে আসে কবর দেওয়ার জন্য। এরপর, বুড়ির মরদেহকে কেন্দ্র করে গ্রামের হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গা শুরুর উপক্রম হয়। দুপাশে উত্তেজিত জনতা, মাঝে পিচ রাস্তার উপর চ্যাংদোলায় শোয়ানো বুড়ির মড়া। এমন সময় সম্পুর্ণ অপ্রত্যাশিতভাবে বুড়ির মড়াটা নড়ে উঠেছিল। এইজন্য এই দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে।

এই অদ্ভুত দৃশ্যটি দেখে সেখানে উপস্থিত জনতা আশ্চর্যচকিত হয়েছিল। তারা ফ্যালফ্যাল করে বুড়ির দিকে তাকিয়ে ছিল এবং বিস্ময়ের সুরে তার কাছে জানতে চাইল, “বুড়ি! তুমি মরনি!” এরপর কৌতূহলী জনতা বুড়ির ধর্মপরিচয়ও জানতে চায়। অবশ্য বুড়ি কোনো প্রশ্নেরই সোজাসুজি উত্তর দেয়নি। এইভাবে, এতক্ষন যে জনতা মারমুখী হয়ে একে অপরকে মারতে যাচ্ছিল, বুড়িকে নড়তে দেখে তাদের মধ্যে আর উত্তেজনার লেশমাত্র ছিল না।

error: Content is protected !!