ডাকাতের মা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- “কিন্তু আজ যে অন্য ব্যাপার”- আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে? সেদিনের সেই ‘অন্য ব্যাপারটির’ পরিচয় দাও।
উত্তর- সতীনাথ ভাদুড়ীর লেখা ‘ডাকাতের মা’ গল্পে সৌখী জেল থেকে বাড়ি ফিরে আসার পরের দিন সকালেই তাদের বাড়িতে পুলিশ এসেছিল। প্রশ্নে উদ্ধৃত ‘আজ’ বলতে সেই দিনটির কথা বলা হয়েছে।
সৌখী একজন ডাকাত এবং তার বাবাও একজন ডাকাত ছিল। ডাকাতি তাদের পারিবারিক পেশা। সেই সূত্রে তাদের বাড়িতে পুলিশের আসা যাওয়া কোনো নতুন ব্যাপার নয়। পুলিশকে দেখে ভয় পাওয়ার মানুষও নয় সৌখীর মা। কিন্তু সেদিন সকালে যখন পুলিশ এসেছিল সেদিন সৌখীর মায়ের বুক কেঁপে উঠেছিল কারণ সেদিন ব্যাপারটা ছিল অন্যরকম।
জেলফেরত ছেলেকে তার প্রিয় আলু-চচ্চড়ি ভাত রেঁধে খাওয়ানোর ইচ্ছে হয় সৌখীর মায়ের। কিন্তু তার ইচ্ছে থাকলেও সামর্থ্য ছিলনা। আবার, সকালে ছেলের কাছে পয়সা চেয়ে বাজার করবে এমনটাও তার পছন্দ নয়। তাই অনেক ভেবে চিন্তে গভীর রাতে বেরিয়ে পড়ে সে। মাতাদীন পেশকারের বাড়ির পাঁচিল টপকে জলভর্তি লোটা চুরি করে বাজারে চোদ্দ আনায় বিক্রি করে বাড়ি ফিরে সৌখীর মা।
লোটা বিক্রির টাকায় সবেমাত্র সে আলু-চচ্চড়ি রান্না শুরু করেছিল, এমন সময় সেই দোকানদার সহ পুলিশ নিয়ে এসে হাজির হয় মাতাদিন পেশকার। আগে তাদের বাড়িতে পুলিশ আসত তার স্বামী অথবা ছেলের খোঁজে, ‘আজ’ তাদের বাড়িতে পুলিশ এসেছে তারই খোঁজে। এই ছিল সেদিনকার অন্য ব্যাপার।