চিকিৎসাবিজ্ঞানে বাঙালির অবদান

স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী- কালজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কারের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিধানচন্দ্র রায়- মহান চিকিৎসক, শিক্ষক ও দেশসেবক ডাঃ বিধানচন্দ্র রায় ভারতের সর্বকালের সেরা চিকিৎসকদের একজন ছিলেন। তাঁর জন্মদিনটি অর্থাৎ ১লা জুলাই ভারতে চিকিৎসক দিবস বা ডক্টরস ডে হিসেবে পালিত হয়।

উপরোক্ত নামগুলি ছাড়াও প্রথম বাঙালি মনোবিজ্ঞানী গিরীন্দ্রশেখর বসু, চিকিৎসক চুনীলাল বসু, বনবিহারী মুখোপাধ্যায়, সুরেশপ্রসাদ সর্বাধিকারী প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

Pages: 1 2

error: Content is protected !!