বাংলা সাহিত্যের ইতিহাস
একাদশ শ্রেণী
প্রশ্ন- চর্যাপদ কে আবিষ্কার করেন? আনুমানিক কোন সময়ে এগুলি লিখিত হয়েছিল? চর্যায় বর্ণিত সমাজজীবনের পরিচয় দাও। ১+১+৩
উত্তর- চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (১৯০৭ সালে)।
অধিকাংশ ভাষাতাত্ত্বিকদের মতে, চর্যাপদগুলি রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে।
সাহিত্য কে বলা হয় সমাজের দর্পণ। যদিও চর্যার কবিগণ কেউই সাহিত্যিক ছিলেন না এবং সাহিত্য রচনার উদ্দেশ্যে তারা চর্যাপদগুলি রচনা করেন নি, তথাপি তাদের রচনাতেও অবধারিতভাবে উঠে এসেছে তৎকালীন বাংলা সমাজের কিছু খণ্ডচিত্র। যেমন-
১) তখনকার সমাজে জাতিভেদ প্রথা প্রচলিত ছিল। ডোম প্রভৃতি অন্ত্যজ শ্রেণীর মানুষেরা নগরের বাইরে বসবাস করত (১০নং পদ)।
২) সাধারণ মানুষের জীবনে দুঃখ দুর্দশার অন্ত ছিল না। ৩৩ নং পদটিতে তেমনি একটি পরিবারের ছবি পাওয়া যায়-
“টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়িত ভাত নাহি নিতি আবেসী।।”
পরের পাতায়