নিস্পন্দ নিরপরাধ ঘুম
দ্বাদশ শ্রেণির বাংলা কবিতা জীবনানন্দ দাশের শিকার প্রশ্ন- ‘হিম- নিস্পন্দ নিরপরাধ ঘুম’- কার ঘুমের কথা বলা হয়েছে? ‘নিস্পন্দ নিরপরাধ’ ঘুমের তাৎপর্য লেখ। উত্তর- জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় ‘নিস্পন্দ নিরপরাধ ঘুম’ বলতে হরিণটির চিরনিদ্রার কথা বলা হয়েছে। ‘শিকার’ কবিতায় একটি হরিণের করুণ মৃত্যুর বিবরণ রয়েছে। কয়েকজন সৌখিন শিকারির লালসার শিকার হয়ে একটি নিরীহ হরিণকে প্রাণ হারাতে …