শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়
আমি দেখি প্রশ্ন- ‘শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়’ – তাৎপর্য লেখ। অথবা, “সবুজের অনটন ঘটে”- ‘সবুজের অনটন’ ঘটার কারণ কী? এই সমস্যা দূর করার জন্য কবি কী পরামর্শ দিয়েছেন? (৩+২) উত্তর- শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় সবুজ গাছপালার প্রতি কবির ভালোবাসার কথা ব্যক্ত হয়েছে। শহরের ধূসর কংক্রিটের জঙ্গলে সবুজের কতখানি যে প্রয়োজন সে কথা কবি …