কে আবার গড়ে তুলল এতবার

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন

কবি- ব্রেটল্ট ব্রেখট

অনুবাদ- শঙ্খ ঘোষ

প্রশ্ন- “কে আবার গড়ে তুলল এতবার?”-কী গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন? ১+৪ (২০১৮)

উত্তর- বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় ব্যাবিলন সভ্যতার উল্লেখ রয়েছে। প্রশ্নোদ্ধৃত অংশে সেই ব্যাবিলন সভ্যতা গড়ে তোলার কথা বলা হয়েছে।

প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার সবথেকে বিখ্যাত শহর ছিল ব্যাবিলন। শুধু তাই নয়, ব্যাবিলন ছিল ব্যাবিলোনিয়া সাম্রাজ্যের রাজধানি এবং প্রধান নগরী। ইতিহাস অনুসারে খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতকে বিশ্বের বৃহত্তম নগরী ছিল ব্যাবিলন এবং এটিই বিশ্বের প্রথম নগরী যার জনসংখ্যা দু’লক্ষের বেশি ছিল। খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতক থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক পর্যন্ত ব্যাবিলন ছিল পশ্চিম এশিয়ার সবথেকে সমৃদ্ধ নগরী। তবে, এই প্রসঙ্গে বিশেষভাবে স্মরণীয় যে ব্যাবিলন কোনো একজন রাজার বা একটি রাজবংশের কৃতিত্ব নয়। ব্যাবিলনের সঙ্গে জড়িয়ে আছে বহু জাতির, বহু রাজার নাম।

একটি সভ্যতার পতন থেকে আরেকটি সভ্যতার উত্থান- ইতিহাসের প্রেক্ষিতে এইসব ভাঙাগড়া যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। ব্যাবিলন সভ্যতাও অনেক উত্থান-পতনের সাক্ষী ছিল। কিন্তু কবির প্রশ্ন একেবারে মূলে। কবি জানতে চেয়েছেন যে, একেকটি রাজবংশের পতনের পর কে বা কারা আবার সেই শহরকে সাজিয়ে তুলত? কারা দিনরাত পরিশ্রম করে মৃত নগরীর ধ্বংসস্তূপে নতুন শহর প্ৰতিষ্ঠা করত?

আসলে কবি বলতে চেয়েছেন যে, ব্যাবিলন বা অন্য যেকোনো নগরী গড়ে তুলত সাধারণ মানুষ। কিন্তু, প্রচলিত ইতিহাস সেইসব সাধারণ মানুষের অবদানের স্বীকৃতি দেয় না। ব্যাবিলনের শাসক হিসেবে আমরা হাম্মুরাবি ও নেবুচাদনেজারের নাম শুনে থাকি কিন্তু ব্যাবিলন নগরীর প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সাধারণ মানুষের কথা কেউ বলে না।

error: Content is protected !!