দ্বাদশ শ্রেণির বাংলা
মহাশ্বেতা দেবীর গল্প ভাত
বড় প্রশ্ন (মান ৫)
প্রশ্ন- “এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে” — বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায়। ১+৪=৫ (২০১৮)
উত্তর- মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল বড়ো পিসিমা। বড়ো বাড়ির প্ৰধান কর্ত্রী ছিল এই বড়ো পিসিমা। আলোচ্য গল্পে তার বিশেষ ভূমিকা রয়েছে। গল্পটি পড়ে তার চরিত্র সম্পর্কে যে ধারণা জন্মে তা হল-
১) কর্তৃত্বপরায়ণতা- বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তার বিয়ে দেওয়া হয়নি। বুড়ো কর্তা স্ত্রী-বিয়োগ হবার পর সংসারের দায়িত্ব সামলাতে পারছিল না। সেই তখন থেকেই সংসারের হাল পিসিমার হাতে। হেঁশেল সামলানো থেকে ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগানো- সব কাজই করত পিসিমা। তার বাবার আমল পেরিয়ে দাদার আমলেও সংসারে পিসিমার কর্তৃত্ব অক্ষুন্ন থেকেছে।
২) ঈশ্বরানুগত্য- এই গল্পে তার পরিচয় ‘দেবতার সেবিকা’ হিসাবে। পিসিমা নিজে থেকেই শিবকে ‘পতিদেবতা’ হিসেবে মেনে নিয়েছে এবং সেইজন্য মানুষের সঙ্গে বিয়ে করতে চায়নি।
৩) অভিভাবক-সুলভ- যৌথ পরিবারের অভিভাবক যেমন হয়, বড়ো পিসিমাও সেরকমই ছিল। সংসারের সব বিষয়েই তার নজর ছিল। হোম-যজ্ঞের আয়োজন, কাঠ কাটার জন্য উচ্ছবকে নিয়োগ করা, অশৌচ বাড়ির ভাত ফেলার নির্দেশ দেওয়া- তার এরকম অনেক ভূমিকাই চোখে পড়ে।
৪) সংস্কারাচ্ছন্ন- পিসিমা লিভার ক্যান্সারে আক্রান্ত, মরণাপন্ন দাদাকে বাঁচানোর জন্য হোমযজ্ঞের আয়োজন করেছিল।