বিভাব এমসিকিউ টেস্ট

বিভাব

এমসিকিউ টেস্ট

শম্ভু মিত্রের নাটক বিভাব
বিভাব এমসিকিউ টেস্ট

সঠিক উত্তরটি নির্বাচন করো।

1. “ঠিক আছে ফেলে দিন না-আবার দেব”-কী ফেলে দিতে বলা হয়েছে?
(উঃ মাঃ ২০১৭)

 
 
 
 

2. “এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম” সাহেবের নাম-
(উঃ মাঃ ২০১৬)

 
 
 
 

3. “বায়োস্কোপে দেখেছি”- বক্তা বায়োস্কোপে কী দেখেছেন?

 
 
 
 

4. রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন
(উঃ মাঃ ২০১৯)

 
 
 
 

5. “দুজনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান”- দুজন কে কে? (উঃ মাঃ ২০১৯)

 
 
 
 

6. “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিসটি হচ্ছে…”- সঠিক শব্দটি নির্বাচন করো।
(উঃ মাঃ ২০১৯)

 
 
 
 

7. “হ্যা, হ্যা শম্ভুদা আপনিই হােন।”—কী হওয়ার কথা বলা হয়েছে?
(উঃ মাঃ ২০১৬)

 
 
 
 

8. “বহুরূপী তখন লাটে উঠবে”— ‘বহুরূপী’ একটি- (উঃ মাঃ ২০১৫)

 
 
 
 

9. “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত…”-
(উঃ মাঃ ২০১৭)

 
 
 
 

10. “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।” – উক্তিটি করেছেন
(উঃ মাঃ ২০১৫)

 
 
 
 

11. “তুলসী লাহিড়ির ‘পথিক’ নাটক থেকে বলি- (ফিল্মি ঢঙে) ‘আমি তাে চললাম.”- বক্তা কে?
(উঃ মাঃ ২০১৮)

 
 
 
 

12. “তার নাকি দারুণ বক্স অফিস।”- কীসের?
(উঃ মাঃ ২০১৭)

 
 
 
 

13. “তুলসী লাহিড়ীর নাটক থেকে বলি (ফিল্মি ঢঙে) আমি তো চললুম..”-  তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি?

 
 
 
 

14. “হেড পণ্ডিত ইস্কুলে আমাকে প্রোমোশন দেননি কারণ”-
(উঃ মাঃ ২০১৮)

 
 
 
 

15. ‘বিভাব’ নাটকের শেষ সংলাপটি কার?

 
 
 
 

16. “হ্যা, বল্লভভাই বলে গেছেন-”
(উঃ মাঃ ২০১৬)

 
 
 
 

17. “বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ”- সে কে?

 
 
 
 

18. কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে লেখক বলেছেন-
(উঃ মাঃ ২০১৮)

 
 
 
 

19. “আরে সবসময় কি aesthetic দিক দেখলেই চলে?”- কার উক্তি?

 
 
 
 

20. “যাও যাও—এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?” গানটি হল-
(উঃ মাঃ ২০১৫)

 
 
 
 

error: Content is protected !!