বিভাব এমসিকিউ টেস্ট বিভাব এমসিকিউ টেস্ট বিভাব এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. “হেড পণ্ডিত ইস্কুলে আমাকে প্রোমোশন দেননি কারণ”- (উঃ মাঃ ২০১৮) সংস্কৃতি দশ পেয়েছিলাম সংস্কৃতি বারো পেয়েছিলাম সংস্কৃতে তেরো পেয়েছিলাম সংস্কৃতে ফেল করেছিলাম 2. “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিসটি হচ্ছে…”- সঠিক শব্দটি নির্বাচন করো। (উঃ মাঃ ২০১৯) গান প্রেম নাটক বন্ধুত্ব 3. “বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ”- সে কে? সার্জেন্ট যুবক অমর শম্ভু 4. “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত…”- (উঃ মাঃ ২০১৭) স্বভাব নাটক অভাব নাটক বিভাব নাটক ভাব নাটক 5. “তার নাকি দারুণ বক্স অফিস।”- কীসের? (উঃ মাঃ ২০১৭) প্রেমের নাটকের দুঃখের নাটকের সামাজিক নাটকের হাসির নাটকের 6. “তুলসী লাহিড়ির ‘পথিক’ নাটক থেকে বলি- (ফিল্মি ঢঙে) ‘আমি তাে চললাম.”- বক্তা কে? (উঃ মাঃ ২০১৮) বৌদি শম্ভু অমর সার্জেন্ট 7. “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।” – উক্তিটি করেছেন (উঃ মাঃ ২০১৫) অমর বৌদি শম্ভু নাট্যকার 8. ‘বিভাব’ নাটকের শেষ সংলাপটি কার? শম্ভু অমর যুবক সার্জেন্ট 9. “বহুরূপী তখন লাটে উঠবে”— ‘বহুরূপী’ একটি- (উঃ মাঃ ২০১৫) বিদ্যালয় পাঠশালা নাট্য গোষ্ঠী গ্রাম 10. “আরে সবসময় কি aesthetic দিক দেখলেই চলে?”- কার উক্তি? শম্ভু অমর বৌদি হারমোনিয়াম বাদক 11. “ঠিক আছে ফেলে দিন না-আবার দেব”-কী ফেলে দিতে বলা হয়েছে? (উঃ মাঃ ২০১৭) জল খাবার চা সিগারেট 12. “যাও যাও—এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?” গানটি হল- (উঃ মাঃ ২০১৫) ভালোবেসে সখী নিভৃত যতনে মালতী লতা দোলে আলো আমার আলো ওই মহামানব আসে 13. “এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম” সাহেবের নাম- (উঃ মাঃ ২০১৬) আইজেনস্টাইন আইনস্টাইন গেরসিম লেবেদফ জর্জ বার্নার্ড শ 14. “হ্যা, বল্লভভাই বলে গেছেন-” (উঃ মাঃ ২০১৬) বাঙালিরা কাঁদুনে জাত বাঙালিরা সংস্কৃতিমনস্ক বাঙালিরা উদার বাঙালিরা আড্ডাবাজ 15. রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন (উঃ মাঃ ২০১৯) আইজেনস্টাইন আইনস্টাইন রুশো আইজেকস্টাইন 16. “দুজনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান”- দুজন কে কে? (উঃ মাঃ ২০১৯) শম্ভু ও বৌদি অমর ও বৌদি শম্ভু ও অমর শম্ভু ও যুবক 17. কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে লেখক বলেছেন- (উঃ মাঃ ২০১৮) ইসথেটিক মরা অস্বাভাবিক মরা রোমান্টিক মরা অদ্ভুত মরা 18. “তুলসী লাহিড়ীর নাটক থেকে বলি (ফিল্মি ঢঙে) আমি তো চললুম..”- তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি? ছেঁড়া তার নবান্ন পথিক এদের কোনোটিই নয় 19. “বায়োস্কোপে দেখেছি”- বক্তা বায়োস্কোপে কী দেখেছেন? পদযাত্রা যুদ্ধ ইসথেটিক মৃত্যু লভ সিন 20. “হ্যা, হ্যা শম্ভুদা আপনিই হােন।”—কী হওয়ার কথা বলা হয়েছে? (উঃ মাঃ ২০১৬) যুবক চরিত্র নায়ক চরিত্র পুলিশ চরিত্র খলনায়ক চরিত্র Loading … Share this: Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to share on Telegram (Opens in new window) Telegram Related