বিশ্বের ভাষা ও ভাষা পরিবার||Bishwer Bhasa O Bhasha Paribar
একাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি পুস্তক থেকে ভাষা (প্রথম পর্যায়)-এর অন্তর্গত প্রথম অধ্যায় হল বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। যেহেতু প্রথম সেমিস্টারে কেবলমাত্র বহু বিকল্পধর্মী বা এমসিকিউ প্রশ্ন, আসবে তাই আলোচ্য পোস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ গুলি তুলে ধরলাম।
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহু বিকল্পধর্মী প্রশ্ন বা MCQ
১। কোন ভাষাবংশের ভাষা গুলিকে কেন্তুম ও সতম- এই দুই ভাগে ভাগ করা হয়েছে?
ক) সেমীয় হামীয়
খ) ইন্দো-ইউরোপীয়
গ) তোখারীয়
ঘ) বান্টু।
২। কেলতিক ভাষাগোষ্ঠীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি?
ক) ইংরেজি
খ) ওলন্দাজ
গ) আইরিশ
ঘ) পর্তুগিজ
৩। বালতো-শ্লাভিক ভাষাগোষ্ঠীর একটি ভাষা হল
ক) জার্মানি
খ) ফরাসি
গ) ইংরেজি
ঘ) রুশভাষা
৪। আরমেনীয় ভাষাগোষ্ঠীর প্রচলন কোন অঞ্চলে?
ক) এশিয়া মাইনর ও ককেশাস অঞ্চলে
খ) মধ্য এশিয়ায়
গ) দক্ষিণ আমেরিকায়
ঘ) গ্রিনল্যান্ডে।
৫। তোখারীয় ভাষাগোষ্ঠীর প্রচলন
ক) রাশিয়ায়
খ) মধ্য এশিয়ায়
গ) উত্তর আমেরিকায়
ঘ) ফিনল্যান্ডে।
৬। উত্তর আমেরিকার আজতেক সভ্যতায় কোন ভাষা প্রচলিত ছিল?
ক) বান্টু
খ) ইংরেজি
গ) উটো আজতেক
ঘ) হিব্রু।
৭। ইংরেজি কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত?
ক) আর্মেনীয়
খ) আলবেনিয়
গ) তোখারীয়
ঘ) পশ্চিম জার্মানিক
৮। ফরাসি ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত?
ক) ইতালীয়
খ) জার্মানিক
গ) ইন্দো-ইউরোপীয়
ঘ) গ্রীক।
৯। ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কত পুরাতন?
ক) প্রায় ১০০০ খ্রিস্ট পূর্বাব্দের
খ) প্রায় ১৪৫০ খ্রিস্ট পূর্বাব্দের
গ) প্রায় ২০০০ খ্রিস্ট পূর্বাব্দের
ঘ) প্রায় ২৪৫০ খ্রিস্ট পূর্বাব্দের।
১০। ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত?
ক) গ্রিক
খ) লাতিন
গ) ফরাসি
ঘ) সংস্কৃত।
১১। ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ লিখেছিলেন
ক) জন মিলটন
খ) হেরোডোটাস
গ) এরিস্টটল
গ) হোমার।
১২। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন্ ভাষায় রচিত?
ক) হিব্রু
খ) ল্যাটিন
গ) গ্রিক
ঘ) ইতালীয়।
১৩। ইজরায়েল দেশের সরকারি ভাষা হল
ক) আরবি
খ) আধুনিক হিব্রু
গ) ফারসি
ঘ) ইজরায়েলি।
১৪। সংস্কৃত ভাষার সঙ্গে গ্রিক, লাতিন ভাষার সাদৃশ্যের কথা প্রথম বলেছিলেন
ক) স্যার উইলিয়ম জোন্স
খ) স্যার উইলিয়ম কেরি
গ) জশুয়া মার্শম্যান
ঘ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
১৫। যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ-প্রত্যয়, বিভক্তি ইত্যাদি যুক্ত থাকে না, সেইসব ভাষাকে বলা হয়
ক) সমবায়ী
খ) অসমবায়ী
গ) সমম্বয়ী
ঘ) অসমম্বয়ী।
১৬। রূপতত্ত্ব অনুযায়ী বাংলা ভাষা যে শ্রেণির অন্তর্ভুক্ত, তাকে বলা হয়-
ক) অসমবায়ী
খ) মুক্তান্বয়ী
গ) অত্যন্বয়ী
ঘ) সমন্বয়ী।
১৭। কোনটি অসমবায়ী বর্গের ভাষা?
ক) হিন্দি
খ) ভোটচিনা
গ) আরবী
ঘ) তামিল।
১৮। যেসব ভাষায় বিভক্তি, উপসর্গ, প্রত্যয় ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, তাদেরকে বলা হয়
ক) অনন্বয়ী ভাষা
খ) মুক্তান্বয়ী ভাষা
গ) অত্যন্বয়ী ভাষা
ঘ) সমন্বয়ী ভাষা।
১৯। রূপতত্ত্ব অনুযায়ী, এস্কিমোদের ভাষা যে শ্রেণীর অন্তর্ভুক্ত
ক) অসমবায়ী
খ) মুক্তান্বয়ী
গ) অত্যন্বয়ী
ঘ) সমন্বয়ী।
২০। একই বংশজাত ভাষাগুলিকে বলা হয়-
ক) সহোদর ভাষা
খ) সমবায়ী ভাষা
গ) সমগোত্রজ ভাষা
ঘ) সহভাষা।
২১। পৃথিবীর বেশিরভাগ ভাষাকে বর্গীভূত করা হয়েছে-
ক) ৮/১০টি ভাষা পরিবারে
খ) ১৫/২০টি ভাষা পরিবারে
গ) ২৫/২৬টি ভাষা পরিবারে
ঘ) ৩০/৩৫টি ভাষা পরিবারে।
২২। পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ হল
ক) অস্ট্রিক
খ) ইন্দো-ইউরোপীয়
গ) ককেশীয়
ঘ) দ্রাবিড়।
২৩। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশে কয়টি ভাষাগোষ্ঠী রয়েছে?
ক) ৮টি
খ) ৯টি
গ) ১০টি
ঘ) ১১টি।
২৪। বাংলা ভাষা কোন ভাষাবংশের অন্তর্গত?
ক) সেমীয়-হামীয়
খ) ইন্দো-ইউরোপীয়
গ) বান্টু
ঘ) দ্রাবিড়।
২৫। ইন্দো-ইউরোপীয় শাখার পাশাপাশি আর একটি শাখা ছিল, যার কোনো নিদর্শন পাওয়া যায়নি
ক) হিট্টাইট
খ) আলতাইক
গ) বান্টু
ঘ) জুলু।
২৬। ইন্দো-ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করে তার নাম
ক) দ্রাবিড়
খ) অস্ট্রিক
গ) ভারতীয় আর্য
ঘ) ইরানীয়।
২৭। কেন্তুম্ গোষ্ঠীর ভাষা হল
ক) ইন্দো-ইরানীয়
খ) আর্মেনীয়
গ) আলবেনীয়
ঘ) গ্রিক।
২৮। সতম্ বর্গের ভাষাগুচ্ছের মধ্যে একটি হল-
ক) গ্রিক
খ) ইতালীয়
গ) কেলতিক
ঘ) আর্মেনীয়।
২৯। আধুনিক ফারসি ভাষার জন্ম হয়েছে কোন্ ভাষা থেকে?
ক) তুর্কি
খ) গ্রিক
গ) পহ্লবী
ঘ) হিব্রু।
৩০। কোন ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের ইরানীয় শাখার অন্তর্গত নয়?
ক) ল্যাটিন
খ) আবেস্তীয়
গ) ফারসি
ঘ) পুশতু।
৩১। ‘বান্টু’ ভাষাবংশের প্রচলন রয়েছে
ক) উত্তর আমেরিকায়
খ) দক্ষিণ আমেরিকায়
গ) আফ্রিকায়
ঘ) মধ্য এশিয়ায়।
৩২। মজর কোন্ দেশের ভাষা?
ক) ফিনল্যান্ড
খ) হাঙ্গেরি
গ) সাইবেরিয়া
ঘ) জর্জিয়া।
৩৩। ফিনো-উগ্রীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত …. ভাষা হল সাইবেরিয়ার মরু অঞ্চলের ভাষা। (শূন্যস্থান পূরণ কর)
ক) মজর
খ) ফিনিস
গ) বেলুচি
ঘ) সাময়েদ।
৩৪। ইনকা সভ্যতার লোকেরা ব্যবহার করত
ক) মায়া ভাষা
খ) কিচুয়া ভাষা
গ) ইংরেজি ভাষা
ঘ) সোয়াহিলি ভাষা।
৩৫। কয়েকটি অবর্গীভূত ভাষার উদাহরণ হল
ক) জাপানি, কোরীয়, বাস্ক
খ) মাসাই, মোরু, নুবা
গ) মজর, ফিনিস, এস্তোনিয়
ঘ) হিব্রু, কাবিল, তমশেক।
৩৬। মিশ্র ভাষার ক্ষেত্রে ‘পিজিন’-র পরের স্তর কী?
ক) পোস্ট পিজিন
খ) ক্রেওল
গ) চিনুক
ঘ) কোনটিও নয়।
৩৭। ‘ভোলাপুক’ ভাষা কে প্রবর্তন করেন?
ক) Madge Skelly
খ) ওটো ইয়েসপারসন
গ) এল. এল. জামেনহফ
ঘ) যোহান মার্টিন শ্লেইয়ার।
৩৮। ‘এসপারেন্তো’ কৃত্রিম ভাষাটি কে তৈরি করেন?
ক) Madge Skelly
খ) ওটো ইয়েসপারসন
গ) এল. এল. জামেনহফ
ঘ) Abbe Charles Michel de I’Epee
৩৯। ‘এসপারেন্তো’ (Esperanto) কথাটির অর্থ কী?
ক) আশাবাদী
খ) আদর্শবাদী
গ) নৈরাশ্যবাদী
ঘ) বন্ধুত্বপূর্ণ।
৪০। পিজিন ইংলিশের ‘পিজিন’ শব্দটি এসেছে ….. শব্দের …… উচ্চারণ থেকে। (শূন্যস্থান পূরণ কর)
ক) পিজন, ভারতীয়
খ) বিজনেস, জাপানি
গ) পিজোন, কোরীয়
ঘ) বিজনেস, চিনীয়।