বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- “এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে”- এলিসেন্দা কী দেখেছিল? এলিসেন্দা কেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল? সে কেমনভাবে উড়ে যাচ্ছিল? এলিসেন্দা কেন তাকিয়ে তাকে দেখতে থাকে? ১+১+১+২
উত্তর- গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পে এলিসেন্দা দেখেছিল ডানাওয়ালা বুড়োটি আকাশে উড়ছে।
এলিসেন্দা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল দুটি কারণে-
প্রথমত, এতোদিন পর্যন্ত ডানাওয়ালা সেই বুড়োটি ছিল এলিসেন্দাদের জীবনে এক প্রকার উৎপাতের মতো। বুড়োর চলে যাওয়াতে তারা সেই উৎপাত থেকে মুক্তি পেল।
দ্বিতীয়ত, ডানাওয়ালা বুড়োটি নিজেও যেন এই পার্থিব জ্বালাতন থেকে মুক্তি পেল।
কোনো মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের মতো ঝুঁকিপূর্ণ ডানাঝাপটানি দিয়ে বুড়োটি উড়ে যাচ্ছিল। সে কোনোপ্রকারে নিজেকে ধরে রেখেছিল উড়ালটায়।
এলিসেন্দা বুড়োর উড়ে যাওয়ার দৃশ্যটি তাকিয়ে দেখতেই থাকে কারণ-
১) ডানা থাকা সত্ত্বেও এর আগে কেউ কোনোদিন বুড়োকে উড়তে দেখিনি। এইজন্য এলিসেন্দার কাছে বুড়োর উড়ে যাওয়ার দৃশ্যটি ছিল অবিশ্বাস্য এক সত্য।
পরের পাতায়