বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- “পড়ে-থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল।’-কারা, কেন ‘চুপচাপ’ দাড়িয়ে রইল? ‘পড়ে থাকা শরীরটার’ বিবরণ নিজের ভাষায় লেখো৷ ২+৩
উত্তর- গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পে পেলাইও এবং এলিসেন্দা ডানাওয়ালা বুড়োকে দেখে এতোটাই হতচকিত হয়ে পড়েছিল যে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল।
কোনো এক বর্ষণক্লান্ত বিষন্ন দুপুরবেলায় কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরবার সময় পেলাইও প্রথম আবিষ্কার করেছিল যে তাদের উঠোনের পেছন কোণাটায় কিছু একটা যেন ছটফট করে নড়তে নড়তে কাৎরাচ্ছে। খুব কাছে গিয়ে সে বুঝতে পেরেছিল সেটি আসলে এক থুরথুরে বুড়ো। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রী এলিসেন্দাকে ডেকে এনেছিল। এরপর তারা দুজন মিলে পড়ে থাকা শরীরটাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকে।
সেই বুড়োর পরনে ছিল ন্যাকড়া-কুড়োনির পোশাক। তার টাক-পড়া মাথাটায় কয়েকটিমাত্র বিবর্ণ চুল ছিল। বুড়ো ছিল ফোগলা। তবে তার শরীরে যে জিনিসটা সব থেকে আশ্চর্যজনক ছিল তা হল তার অতিকায় শিকারি পাখির মতো এক জোড়া ডানা। ডানাগুলির অর্ধেক পালক খসে পড়ে গিয়েছিল এবং উঠোনের কাদায় একেবারে জট পাকিয়ে গিয়েছিল। সব মিলিয়ে তাকে ঝোড়ো কাকের প্রপিতামহের মতোই লাগছিল।