বিহারীলালই প্রথম বাংলা কবি যিনি নিজের মনের রং দিয়ে জগতকে রঞ্জিত করে দেখেছেন। এদিক থেকে বিচার করলে তাকে বাংলা সাহিত্যের প্রথম গীতিকবির মর্যাদা দিতে হয়। বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর উচ্ছসিত প্রশংসা করেছেন। অবশ্য পরবর্তীকালের অনেক সমালোচক বিহারীলালের কবি প্রতিভা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।