বিদ্যাপতির কৃতিত্ব

বাংলা সাহিত্যের ইতিহাস

একাদশ শ্রেণী

প্রশ্ন- বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা কর। তাঁকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কী?

উত্তর- বৈষ্ণব পদ সাহিত্যে একটি উল্লেখযোগ্য নাম হল বিদ্যাপতি। কবি জয়দেবের ভাবাদর্শ এবং ভাগবতের লীলাকাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়ে বিদ্যাপতি বৈষ্ণব পদ রচনা করেছিলেন। ব্রজবুলি ভাষায় লিখিত তাঁর পদগুলি বৈষ্ণব সাহিত্যের বিশেষ সম্পদ হিসেবে বিবেচিত হয়।

বিদ্যাপতি
বিদ্যাপতি

কবিপ্রতিভা- বিদ্যাপতি ছিলেন রাজসভার কবি। তিনি সংস্কৃত অলঙ্কার এবং কাব্যশাস্ত্রে বিশেষভাবে নিপুণ ছিলেন। সেইজন্য তাঁর রচিত পদগুলি সুখশ্রাব্য বিশেষ।

দ্বিতীয়ত- বিদ্যাপতি মিথিলার কবি হলেও তিনি বাংলা এবং মৈথিলী ভাষার মিশ্রণে তৈরি কৃত্রিম ভাষা ব্রজবুলিতে পদ রচনা করতেন। পরবর্তীকালের বহু কবি তাঁর পদক্রম অনুসরণ করেছিলেন।

তৃতীয়ত- বয়সন্ধি, অভিসার, মিলন, মান, প্রেমবৈচিত্র্য, মাথুর ও ভাবসম্মিলন পর্যায়ের পদ রচনায় বিদ্যাপতির কৃতিত্ব সবথেকে বেশি।

পরের পাতায়

Pages: 1 2

error: Content is protected !!