সত্যি কথা বলার দোষ…

নাটক- বিভাব

নাট্যকার- শম্ভু মিত্র

বড় প্রশ্ন (মান-৫) 

প্রশ্ন- “সত্যি কথা বলার দোষ”- “সত্যি কথা”টি কী ছিল? সত্যি কথা শুনে উদ্দিষ্ট ব্যক্তি কী করেছিলেন? ২+৩

উত্তর- শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে অমর গাঙ্গুলী বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্রকে একটি সত্যি কথা বলেছিলেন।

শম্ভু মিত্রের নাটক বিভাব
বিভাব

নাটকের শুরুতেই দেখতে পাই শম্ভু মিত্র দর্শকদের সঙ্গে আলাপচারিতা প্রসঙ্গে বলছেন নাট্য উপকরণ না নিয়ে নাটক মঞ্চস্থ করার কথা। এরপর নিজেই শুরু করে দেন সেইরূপ অভিনয়। বিভিন্ন অঙ্গভঙ্গি করে সিগারেট খাওয়া বসা প্রভৃতির অভিনয় করতে থাকেন। উদ্দেশ্যটা ছিল মানুষকে হাসানোর।

কিন্তু শম্ভু মিত্রের অভিনয় দেখে বৌদি অথবা অমর গাঙ্গুলীর হাসি পায় না। কারণ এতে কোন গল্প ছিল না।

এরপর বৌদির কথা অনুযায়ী একটি ‘লভ সিন’ মঞ্চস্থ করা হয়। কিন্তু সেবারেও কারো হাসি পেল না।

বৌদি এবার একটি ‘প্রগ্রেসিভ লভ সিন’ করার প্রস্তাব দেন। এই দৃশ্যে শম্ভু মিত্র একজন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, তৃপ্তি মিত্র তার স্ত্রী এবং অমর গাঙ্গুলী একজন পুলিশ। অনেক পরিশ্রম করে বৌদির প্রস্তাবিত লভ সিন মঞ্চস্থ করা হলে বৌদি অমর গাঙ্গুলীর কাছে জানতে চান তার হাসি পেয়েছে কিনা। অমর গাঙ্গুলী অকপটে জানিয়ে দেন যে তার হাসি পায়নি। বৌদি পুনরায় জানতে চান এবং গাঙ্গুলী পুনরায় বলেন যে তার এতে হাসি পায়নি। এটাই হল উল্লেখিত সত্যি কথা।

এই সত্যি কথাটি শোনার পর উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ বৌদি তৃপ্তি মিত্র রেগে স্টেজ ছেড়ে চলে গিয়েছিলেন।

error: Content is protected !!