ভাত এমসিকিউ টেস্ট

ভাত

এমসিকিউ টেস্ট

ভাত এমসিকিউ টেস্ট

সঠিক উত্তরটি নির্বাচন করো।

1. “এ গল্প গ্রামে সবাই শুনেছে” -গল্পটা হলাে-
(উঃ মাঃ ২০১৮)

 
 
 
 

2. কী উচ্ছবকে বড়ো উতলা করে?

 
 
 
 

3. “বড় বউ ভাবতে চেষ্টা করে” কী ভাবতে চেষ্টা করেছিল?
(উঃ মাঃ ২০১৯)

 
 
 
 

4. “বুড়ো কত্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান”- কখন?

 
 
 
 

5. কীসের স্পর্শে উচ্ছব স্বর্গসুখ পেয়েছিল?

 
 
 
 

6. বাসিনীর মনিব বাড়ির বুড়াে কর্তার বয়স হয়েছিল-
(উঃ মাঃ ২০১৭)

 
 
 
 

7. বড়োবাড়ির কোন ছেলে বিলেতে থাকে?

 
 
 
 

8. বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল? (উঃ মাঃ ২০১৬)

 
 
 
 

9. “ডাক্তার কে কল দিন”- এ কথা বলেছিল

 
 
 
 

10. শশুরমশাই খেতে আসার পাঁচ মিনিট আগে রুটি-লুচি করতে হতো-

 
 
 
 

11. বুড়ো কত্তার কত বছর বাঁচার কথা ছিল?

 
 
 
 

12. বড়াে বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয়—
(উঃ মাঃ ২০১৫)

 
 
 
 

13. মেজ আর ছােটোর জন্য বারােমাস কোন্ চাল রান্না হয়?
(উঃ মাঃ ২০১৮)

 
 
 
 

14. “কালাে বিড়ালের লােম আনতে গেছে”–
(উঃ মাঃ ২০১৫)

 
 
 
 

15. কাঠ কাটতে কাটতে উচ্ছব বাসিনীর কাছে কী খেতে চেয়েছিল?

 
 
 
 

16. উচ্ছব কোথায় অপঘাতে মরা স্ত্রী-সন্তানের শ্রাদ্ধ সেরে দেবে ভেবেছিল?

 
 
 
 

17. উচ্ছবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল?
(উঃ মাঃ ২০১৬)

 
 
 
 

18. বাসিনীর মনিবের কী রোগ হয়েছিল?

 
 
 
 

19. “তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে”- কারণ

 
 
 
 

20. উচ্ছবের বাবার নাম কী?

 
 
 
 

error: Content is protected !!