ভাত এমসিকিউ টেস্ট ভাত এমসিকিউ টেস্ট ভাত এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. উচ্ছবের বাবার নাম কী? হরিচরণ শিবচরণ মোচ্ছব কালিচরন 2. বাসিনীর মনিব বাড়ির বুড়াে কর্তার বয়স হয়েছিল- (উঃ মাঃ ২০১৭) আশি বছর বিরাশি বছর তিরাশি বছর চুরাশি বছর 3. মেজ আর ছােটোর জন্য বারােমাস কোন্ চাল রান্না হয়? (উঃ মাঃ ২০১৮) কনকপানি পদ্মজালি রামশাল ঝিঙেশাল 4. “বুড়ো কত্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান”- কখন? রাত একটার পর রাত তিনটের পর ভোর চারটের সময় ভোর পাঁচটায় 5. “এ গল্প গ্রামে সবাই শুনেছে” -গল্পটা হলাে- (উঃ মাঃ ২০১৮) বাসিনীর মনিব বাড়িতে হেলাঢেলা ভাত বাসিনীর মনিব খুব ভালো লোক বাসিনীর মনিব বাড়িতে লোকের মেলা বাসিনীর মনিব সতীশবাবুর আত্মীয় 6. বড়াে বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয়— (উঃ মাঃ ২০১৫) বামুন ঝি-চাকরদের জন্য মেজো আর ছোটর জন্য বড়োবাবুর জন্য নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাওয়ার জন্য 7. কী উচ্ছবকে বড়ো উতলা করে? বাদার চালের গন্ধ যজ্ঞ শেষ হলে ভাত পাবার আশা ফুটন্ত ভাতের গন্ধ বউ ছেলেমেয়ের কথা 8. “তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে”- কারণ উচ্ছব কাঁদতে শুরু করেছিল উচ্ছব নাক ডাকছিল উচ্ছব পুরোনো গল্প শুরু করেছিল উচ্ছব তাস খেলবো বলেছিল 9. “কালাে বিড়ালের লােম আনতে গেছে”– (উঃ মাঃ ২০১৫) বড় পিসিমা ভজন চাকর উচ্ছব বড় বউ 10. কীসের স্পর্শে উচ্ছব স্বর্গসুখ পেয়েছিল? সন্তানের স্পর্শে ছাতুর স্পর্শে ভাতের স্পর্শে জলের স্পর্শে 11. বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল? (উঃ মাঃ ২০১৬) চিঁড়ে মুড়ি বাতাসা ছাতু 12. “ডাক্তার কে কল দিন”- এ কথা বলেছিল বড় বউ তান্ত্রিক নার্স উচ্ছব 13. “বড় বউ ভাবতে চেষ্টা করে” কী ভাবতে চেষ্টা করেছিল? (উঃ মাঃ ২০১৯) তখন আর মাছ আসবে না কত কাজ বাকি আছে তখন ও চাঁদ সূর্য উঠবে কিনা তখনো সাগর পৃথিবী থাকবে কিনা 14. বুড়ো কত্তার কত বছর বাঁচার কথা ছিল? বিরাশি বছর বিরানব্বই বছর আটানোব্বই বছর একশো বছর 15. বাসিনীর মনিবের কী রোগ হয়েছিল? জন্ডিস লিভারের ক্যান্সার যক্ষা ম্যালেরিয়া 16. শশুরমশাই খেতে আসার পাঁচ মিনিট আগে রুটি-লুচি করতে হতো- ছোটো বৌমাকে সেজো বৌমাকে মেজো বৌমাকে বড় বৌমাকে 17. উচ্ছবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল? (উঃ মাঃ ২০১৬) তান্ত্রিক ভজন চাকর ছোটো বউয়ের বাবা বাসিনী 18. কাঠ কাটতে কাটতে উচ্ছব বাসিনীর কাছে কী খেতে চেয়েছিল? ছাতু মুড়ি চাল বাসি রুটি 19. বড়োবাড়ির কোন ছেলে বিলেতে থাকে? সেজো ছেলে মেজো ছেলে বড়ো ছেলে কেউ থাকে না 20. উচ্ছব কোথায় অপঘাতে মরা স্ত্রী-সন্তানের শ্রাদ্ধ সেরে দেবে ভেবেছিল? কালীঘাটে ক্যানিংয়ে গ্রামে ফিরে গিয়ে বাসিনীর মনিব বাড়িতে Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related