ভাত গল্প থেকে বড় প্রশ্ন
প্রশ্নের মান- ৫
প্রশ্ন- “গরিবের গতর এরা সস্তা দেকে”- বক্তা কে? ‘এরা’ বলতে কাদের কথা বলা হয়েছে? বক্তার এই কথার কারণ কী? ১+১+৩
উত্তর- মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্প থেকে উদ্ধৃত অংশটির বক্তা বাসিনী।
এখানে ‘এরা’ বলতে বাসিনীর মনিব বাড়ির লোকজনের কথা বলা হয়েছে।
কলকাতায় একটি বাড়িতে ঝিয়ের কাজ করে বাসিনী। সেখানে এসে হাজির হয়েছে তার গ্রাম সম্পর্কিত দাদা উচ্ছব নাইয়া। উচ্ছবের দেশের বাড়িতে বন্যা হয়েছে। একরাতের মধ্যেই উচ্ছব তার বউ, দুই ছেলে এবং এক মেয়েকে হারিয়েছে। দুর্যোগ কেটে যাবার পরেও সে পাগলের মতো তাদেরকে খুঁজে গেছে, তাদের নাম ধরে ডেকে গেছে। যদি কেউ সাড়া দেয় সেই আশায় ঘরের পাশ থেকে নড়েনি সে। এইভাবে কয়েকটা দিন কেটে যাবার পরে সে খাবার জন্য উতলা হয়ে পড়ে। আসলে, দুর্যোগের সেই রাত থেকে তার তো কিছু খাওয়াই হয়নি।
পেটে খিদে নিয়েই উচ্ছব কলকাতা যায়। বাসিনীর মনিব বাড়িতে গেলে ভাত পাওয়া যাবে, এই আশাতেই সে বড়োবাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তার ভাত খাওয়ার বন্দোবস্ত হয় ঠিকই কিন্তু তার আগে তাকে আড়াই মন কাঠ কাটতে দেওয়া হয়। পেটে ক্ষুধার আগুন নিয়েই উচ্ছব কাঠ কাটতে থাকে।
একটা মানুষ দীর্ঘদিন ধরে কিছু খায়নি- এটা জেনেও তাকে কিছু খেতে দেওয়া হলো না; উপরন্তু, তাকে দিয়ে যজ্ঞের কাঠ কাটানো হচ্ছে। এইজন্য বাসিনী এরূপ মন্তব্য করেছিল।