বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝ? এর যেকোনো দুটি শাখা নিয়ে আলোচনা কর।

উত্তর- ভাষাবিজ্ঞান আলোচনার তিনটি পদ্ধতি রয়েছে। যথা- ১) তুলনামূলক ভাষাবিজ্ঞান ২) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং ৩) বর্ণনামূলক বা সমকালীন ভাষাবিজ্ঞান। এদের মধ্যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের পরিধি সবচেয়ে ব্যাপক এবং বিস্তৃত।

ভাষাবিজ্ঞান
ভাষাবিজ্ঞানের তিনটি ধারা

বর্ণনামূলক ভাষাবিজ্ঞান– কোনো একটি ভাষার বর্তমান রূপ নিয়ে আলোচনা করাই হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ। এর ৫ টি শাখা রয়েছে। সেগুলি হল যথাক্রমে-

১) ধ্বনিবিজ্ঞান
২) ধ্বনিতত্ত্ব
৩) রূপতত্ত্ব
৪) বাক্যতত্ত্ব এবং
৫) শব্দার্থতত্ত্ব

এই পাঁচটি বিষয়কে ভাষাবিজ্ঞানের প্রধান শাখা হিসেবে গণ্য করা হয়। নীচে দুটি শাখা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম।

ধ্বনিতত্ত্ব– ভাষার ক্ষুদ্রতম অর্থহীন একক হল ধ্বনি। প্রকৃতিগত বিচারে ধ্বনি দু’রকমের হতে পারে- এক) ধ্বনিমূল, দুই) সহধ্বনি। ধ্বনিতত্ত্বের কাজ হল কোন একটি ভাষার ধ্বনিমূল এবং সহধ্বনি নির্ধারণ করা।

রূপতত্ত্ব– ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হল রূপ। রূপতত্ত্ব একটি নির্দিষ্ট ভাষার রূপমূল এবং সহরূপ নিয়ে আলোচনা করে। প্রচলিত ব্যাকরণের পদগঠন সংক্রান্ত আলোচনাটি রূপতত্ত্বের অন্তর্গত।

error: Content is protected !!