সূচিপত্র
শ্রেণি- দ্বাদশ
ভাষাবিজ্ঞান হল ভাষার বিজ্ঞান। আগে ভাষা সংক্রান্ত আলোচনার জন্য ব্যাকরণের দ্বারস্থ হতে হত। কিন্তু বর্তমানে ভাষাবিজ্ঞানে ভাষা বিষয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়। বর্তমানে দ্বাদশ শ্রেণির বাংলার পাঠ্যসূচিতে ভাষাবিজ্ঞান অন্তর্ভুক্ত হয়েছে এবং বিষয়টি পাঁচটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে ‘ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা’। আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য নীচের ভিডিওটি দেওয়া হল। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই অধ্যায় থেকে যেকোনো শর্ট এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া যাবে।
ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা
আগে ভাষার বিশ্লেষণ করার জন্য ব্যাকরনের সাহায্য নেওয়া হত। বর্তমানে সারা পৃথিবী জুড়ে ভাষাবিজ্ঞান চর্চা শুরু হয়েছে। ভাষাবিজ্ঞানের পরিধি ব্যাকরণের থেকে অনেক ব্যাপক। ভাষাবিজ্ঞানের আলোচনার ৩ টি ধারা রয়েছে। সেগুলি হল-
তুলনামূলক ভাষাবিজ্ঞান–
বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে তাদের মিল-অমিল খুঁজে বার করাই তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ। স্যার উইলিয়াম জোন্স এই আলোচনার সুত্রপাত করেন।
ঐতিহাসিক ভাষাবিজ্ঞান–
একটি ভাষার ইতিহাস এবং বিবর্তন নিয়ে আলোচনা করে। যেমন- ভারতীয় আর্যভাষা থেকে কীভাবে সংস্কৃত, প্রাকৃত ও অপভ্রংশের পর্যায় পেরিয়ে বাংলা ভাষার জন্ম হল এটা আলোচনা করা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ।
বর্ণনামূলক ভাষাবিজ্ঞান–
একটি ভাষার বর্তমান নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করে। যেমন বাংলা ভাষার বর্ননামূলক আলোচনার মধ্যে পড়বে এর ধ্বনিগত নানা দিক থেকে শুরু করে শব্দগঠন, শব্দের অর্থ প্রভৃতি। বর্তমানে বর্ননামূলক ভাষা নিয়েই বেশি আলোচনা হয়।
আগেই বলা হয়েছে যে, ভাষাবিজ্ঞানের পরিধি অনেক ব্যাপক। বোধহয় এইজন্য ব্যাকরণের জায়গা নিয়েছে ভাষাবিজ্ঞান। এবার আসি ভাষাবিজ্ঞানের নানা শাখা নিয়ে। ভাষাবিজ্ঞানের শাখাগুলি দু’ভাগে ভাগ করা যায়। যথা-
প্রধান শাখা
প্রধান শাখার মধ্যে পড়ে- ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। এই শাখাগুলির আলোচনার বিষয় ভাষার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।
অপ্রধান শাখা
এবার আসছি ভাষাবিজ্ঞানের এমন কিছু শাখা প্রসঙ্গে যেগুলির আলোচ্য বিষয় সরাসরি ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আসলে ভাষা একটি এমন জিনিস যার সঙ্গে জড়িয়ে আছে নানা বিষয়। যেমন- সমাজভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, শৈলীবিজ্ঞান, স্নায়ুভাষাবিজ্ঞান, অভিধানবিজ্ঞান প্রভৃতি।
গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন
এমসিকিউ টেস্ট
এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তৈরি অনলাইন মক টেস্ট। নিজেই যাচাই করে নাও কেমন পড়া হয়েছে।