ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা

ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা||Bharoter Bhasha Paribar O Bangla Bhasha

একাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি পুস্তক থেকে ভাষা (প্রথম পর্যায়)-এর অন্তর্গত দ্বিতীয় অধ্যায় হল ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা। যেহেতু প্রথম সেমিস্টারে কেবলমাত্র বহু বিকল্পধর্মী বা এমসিকিউ প্রশ্ন, আসবে তাই আলোচ্য পোস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ গুলি তুলে ধরলাম।

ভারতের ভাষা পরিবার এবং বাংলা ভাষা

ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহু বিকল্পধর্মী প্রশ্ন বা MCQ 

১। ভাষাতাত্ত্বিক আলোচনায় ভারতকে বলা হয়
ক) চার ভাষাবংশের দেশ
খ) ভাষার অরণ্য
গ) উপরের দুটিই
ঘ) উপরের কোনোটিও নয়।

২। ভারতের প্রাচীনতম ভাষাবংশ কোনটি?
ক) অস্ট্রিক ভাষাবংশ
খ) ভারতীয় আর্য
গ) ভোট চীনা
ঘ) দ্রাবিড়।

৩। ‘অস্ট্রিক’ ভাষা কোন জনগোষ্ঠীর ভাষা?
ক) মোঙ্গলয়েড
খ) নিগ্রোবটু
গ) আদি অস্ত্রাল
ঘ) দ্রাবিড়।

৪। ‘অস্ট্রিক’ ভাষাবংশের দুটি ভাষা হল
ক) শবর, সাঁওতালি
খ) পাঞ্জাবি ও গুজরাটি
গ) তামিল ও মালয়ালম
ঘ) ভোটচিনা ও বর্মী

৫। কে প্রথম অস্ট্রোনেশীয় শাখার সঙ্গে অস্ট্রো-এশিয়াটিক শাখার ভাষাগুলির সাধর্ম্য তুলে ধরেন?
ক) William Jones
খ) Williams Carry
গ) Father Holfman
ঘ ) Father W. Schmidt

৬। কোন পণ্ডিত ‘অলচিকি’ লিপি উদ্ভাবন করেন?
ক) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) স্যার উইলিয়াম জোন্স
গ) ফাদার হফম্যান
ঘ) পণ্ডিত রঘুনাথ মুর্মু।

৭। ‘মুন্ডারি এনসাইক্লোপেডিয়া’ কে সম্পাদনা করেন?
ক) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) স্যার উইলিয়াম জোন্স
গ) ফাদার হফম্যান
ঘ) পণ্ডিত রঘুনাথ মুর্মু।

৮। অস্ট্রো-এশিয়াটিক ভাষাগোষ্ঠীর অন্যতম প্রধান ভাষাটি হল
ক) শবর
খ) কোরকু
গ) ভূমিজ
ঘ) সাঁওতালি।

৯। ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভারতের প্রচলিত ভাষাবংশগুলি উর্ধ্বক্রম অনুসারে (কম থেকে বেশি) সাজাও।
ক) ভোটচীনা – অস্ট্রিক – দ্রাবিড়- ভারতীয় আর্য
খ) অস্ট্রিক- ভোটচীনা – দ্রাবিড়- ভারতীয় আর্য
গ) ভারতীয় আর্য – দ্রাবিড়- ভোটচীনা – অস্ট্রিক
ঘ) দ্রাবিড়- ভারতীয় আর্য – ভোটচীনা – অস্ট্রিক

১০। ভারতে দ্রাবিড় ভাষাবংশের প্রধান ভাষা কোনগুলি?
ক) তামিল, নীলগিরি, কন্নড় ও তেলেগু
খ) তামিল, মালায়লম, কন্নড় ও টুলু
গ) ব্রাহুই, মালায়লম, কন্নড় ও তেলেগু
ঘ) তামিল, মালায়লম, কন্নড় ও তেলেগু।

১১। দ্রাবিড় ভাষাবংশের কোন ভাষা ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভারতে প্রথম স্থানে রয়েছে?
ক) তামিল
খ) তেলেগু
গ) মালয়ালম
ঘ) কন্নড়।

১২। ‘তেলেগু’ শব্দটি …. শব্দ থেকে এসেছে। (শূন্যস্থান পূরণ কর)
ক) তেল
খ) তেলেঙ্গ
গ) তেলেঙ্গানা
ঘ) উপরের কোনটি নয়।

১৩। তেলেগু লিপি কোন দ্রাবিড় ভাষার লিপির অনুরূপ?
ক) মালয়ালম লিপি
খ) তামিল লিপি
গ) মারাঠি লিপি
ঘ) কন্নড় লিপি।

১৪। মালায়লম কোন কোন অঞ্চলের প্রধান ভাষা?
ক) কেরল ও পুদুচেরি
খ) কেরল ও লাক্ষাদ্বীপ
গ) তামিলনাড়ু ও কেরল
ঘ) কর্ণাটক ও লাক্ষাদ্বীপ।

১৫। মালায়লম ও কন্নড় কোন দ্রাবিড় ভাষা থেকে উদ্ভুত?
ক) তামিল ভাষা থেকে
খ) সংস্কৃত ভাষা থেকে
গ) তেলুগু ভাষা থেকে
ঘ) নীলগিরি ভাষা থেকে।

১৬। তামিল ভাষার বর্ণমালায় কয়টি বর্ণ রয়েছে?
ক) মোট ২০ টি
খ) মোট ৩০ টি
গ) মোট ২৬ টি
ঘ) মোট ৩৬ টি।

১৭। ‘য়েনিসি’ ভাষাগোষ্ঠী কোন ভাষাবংশের অন্তর্গত?
ক) অস্ট্রিক ভাষাবংশ
খ) ভারতীয় আর্য
গ) ভোট চীনা
ঘ) দ্রাবিড়।

১৮। কী থেকে আসাম কথার উৎপত্তি?
ক) আসমান
খ) অসমীয়া
গ) অহমিয়া
ঘ) আহোম।

১৯। ‘অষ্টাধ্যায়ী’ কার রচনা?
ক) পাণিনি
খ) ব্যাসদেব
গ) ময়ূরভট্ট
ঘ) পতঞ্জলি।

২০) বুদ্ধদেব কোন ভাষায় তার বাণী প্রচার করতেন?
ক) মৈথিলী ভাষায়
খ) সংস্কৃত ভাষায়
গ) পালি ভাষায়
ঘ) প্রাকৃত ভাষায়।

২১। ‘জাতকের গল্পমালা’ কোন ভাষায় রচিত?
ক) ব্রজবুলি
খ) সংস্কৃত
গ) পালি
ঘ) প্রাকৃত।

২২। কোন প্রাকৃতকে ‘জৈন প্রাকৃত’ বলা হয়?
ক) মহারাষ্ট্রী প্রাকৃত
খ) অর্ধমাগধী প্রাকৃত
গ) শৌরসেনী প্রাকৃত
ঘ) পৈশাচি প্রাকৃত।

২৩। সংস্কৃত নাটকে শিক্ষিত রমণী এবং রাজপুরুষের সংলাপে কোন প্রাকৃত ভাষার ব্যবহার হতো?
ক) মাগধী প্রাকৃত
খ) অর্ধমাগধী প্রাকৃত
গ) শৌরসেনী প্রাকৃত
ঘ) মহারাষ্ট্রী প্রাকৃত।

২৪। মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন
ক) সুতনুক প্রত্নলিপি
খ) থেরগাথা
গ) ত্রিপিটক
ঘ) জাতকের গল্প।

২৫। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হল
ক) ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দ
খ) ৯০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দ
গ) ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দ
ঘ) ১০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দ

২৬। আর্য্যভাষার বিবর্তনের স্তরগুলি হল
ক) প্রাকৃত> অপভ্রংশ> বৈদিক-সংস্কৃত> অবহটঠ>নব্য ভারতীয় আর্যভাষা
খ) বৈদিক-সংস্কৃত> প্রাকৃত> অপভ্রংশ> অবহটঠ>নব্য ভারতীয় আর্যভাষা
গ) বৈদিক-সংস্কৃত> অপভ্রংশ> অবহটঠ>নব্য ভারতীয় আর্যভাষা
ঘ) অপভ্রংশ> অবহটঠ>নব্য ভারতীয় আর্যভাষা> বৈদিক-সংস্কৃত > প্রাকৃত

২৭। স্তম্ভ মেলাও

(I) অর্ধমাগধী প্রাকৃত (A) বাঘেলী
(II) শৌরসেনী (B) নেপালি
(III) মহারাষ্ট্রী প্রাকৃত (C) মারাঠি
(IV) পৈশাচী প্রাকৃত (D) সিন্ধী

বিকল্প সমূহ:

ক) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
খ) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
গ) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
ঘ) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)

২৮। ‘গ্রন্থ সাহিব’ কোন ভাষায় লেখা?
ক) লহন্দী
খ) সিন্ধি
গ) পশ্চিমা পাঞ্জাবি
ঘ) পুর্বী পাঞ্জাবি।

২৯। পশ্চিমা পাঞ্জাবির আরেক নাম কী?
ক) লহন্দী
খ) গুরুমুখী
গ) সিন্ধি
ঘ) কোঙ্কনী।

৩০। দক্ষিণ ভারতে প্রচলিত একটি ভারতীয় আর্য গোষ্ঠীর ভাষা হল
ক) নেপালী
খ) কন্নড়
গ) কোঙ্কনী
ঘ) সাঁওতালি।

৩১। বাংলা ভাষার প্রকৃত জননী কোন ভাষা?
ক) পালি
খ) সংস্কৃত
গ) মাগধী প্রাকৃতের অপভ্রংশ
ঘ) উপরের কোনোটিও নয়।

৩২। কে বলেছেন সংস্কৃত বাংলাভাষার ‘অতি-অতি-অতি-অতি-অতিবৃদ্ধ পিতামহী’?
ক) সুকুমার সেন
খ) সুনীত কুমার চট্টোপাধ্যায়
গ) দীনেশচন্দ্র সেন
ঘ) হরপ্রসাদ শাস্ত্রী।

৩৩। আদি-মধ্য বাংলা ভাষার নিদর্শন হল
ক) চর্যাপদ
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) সেক শুভোদয়া
ঘ) বিদগ্ধ মুখমন্ডল।

৩৪। বাংলায় প্রচলিত একটি দ্রাবিড়জাত শব্দ
ক) পিলে
খ) বাদুড়
গ) কদলী
ঘ) চিংড়ি।

৩৫। কার মতে বাংলাভাষা ‘অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা’?
ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) সুকুমার সেন
গ) গোপাল হালদার
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৩৬। স্তম্ভ মেলাও

(I) ভারতের ভাষা (A) পাণিনি
(II) বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ (B) পরেশচন্দ্র মজুমদার
(III) আধুনিক ভারতীয় ভাষা প্রসঙ্গে (C) গোপাল হালদার
(IV) অষ্টাধ্যায়ী (D) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

বিকল্প সমূহ:
ক) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
খ) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
গ) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
ঘ) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)

৩৭। প্রশ্নোদ্ধৃত বিবৃতির প্রেক্ষিতে কারণটি যথাযথ কিনা বিচার কর।
বিবৃতি (A): পাণিনি রচিত ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী।
কারণ (R): তাঁর ব্যাকরণটি আটটি অধ্যায়ে বিন্যস্ত।
ক) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
খ) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
গ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
ঘ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।

৩৮। কোন ডায়াগ্রামটি দ্রাবিড় ভাষাবংশের সঙ্গে তামিল এবং কন্নড় ভাষার সম্পর্ককে তুলে ধরছে।


ক) ডায়াগ্রাম (i)
খ) ডায়াগ্রাম (ii)
গ) ডায়াগ্রাম (iii)
ঘ) ডায়াগ্রাম (iv)

৩৯। কেস ষ্টাডি ভিত্তিক প্রশ্নঃ প্রাচীন ভারতীয় আর্য ভাষার শেষ স্তর হল সংস্কৃত। পরবর্তীকালে সংস্কৃত ভাষা থেকেই প্রাকৃত এবং প্রাকৃত থেকে অপভ্রংশ-অবহট্ঠ জন্ম নিয়েছে। আবার, অপভ্রংশ-অবহট্ঠ থেকেই নব্য ভারতীয় আর্য ভাষাগুলির উদ্ভব হয়েছে। বাংলা একটি নব্য ভারতীয় আর্য ভাষা। এর থেকে প্রমাণিত হয়
ক) সংস্কৃত হল বাংলা ভাষার জননী
খ) সংস্কৃত বাংলা ভাষার জননী নয়
গ) সংস্কৃত এবং বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই
ঘ) সংস্কৃত একটি নব্য ভারতীয় আর্য ভাষা।

৪০। কেস ষ্টাডি ভিত্তিক প্রশ্নঃ আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দে নব্য ভারতীয় আর্য ভাষাগুলির জন্ম হয়। বাংলা, ওড়িয়া, অহমিয়া প্রভৃতি ভাষা হল নব্য ভারতীয় আর্য ভাষা। বাংলা ভাষার প্রথম সাহিত্যিক নিদর্শন হল চর্যাপদ। যে সময় চর্যাপদ রচিত হয়েছিল সেই সময় অন্য কোনো নব্য ভারতীয় আর্য ভাষার সাহিত্য রচিত হয়নি। এর থেকে এই সিদ্ধান্তে আসা যায়:
ক) চর্যাপদের ভাষা বাংলা নাও হতে পারে
খ) চর্যাপদে অন্যান্য ভাষার কবিদেরও পদ আছে
গ) চর্যাপদের ভাষা কঠিন
ঘ) চর্যাপদ হল নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন।

error: Content is protected !!