ভারতবর্ষ
সৈয়দ মুস্তাফা সিরাজ
(বড় প্রশ্ন- মান ৫)
১) ‘বুড়ি তুমি হিন্দু না মুসলমান?’ – তোমার মতে বুড়ির ধর্ম কী?
উত্তর- সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পে আমরা যে ভিখিরি বুড়ির পরিচয় পাই সে আদ্যোপান্ত রহস্যে মোড়া। তার নাম-ধাম যেমন কেউ জানত না তেমনি জানত না তার ধর্ম কী? তাই বুড়ি মারা যাবার পর দেখা দিল সমস্যা। মৃতদেহটি হিন্দুরা নদীতে ফেলে দিয়ে এলে মুসলমানেরা তাকে তুলে নিয়ে আসে কবর দিবে বলে। মুসলমানেরা তাকে ‘বিসমিল্লা’ বলতে শুনেছিল বলে দাবী করে তো হিন্দুরা বলে তারা তাকে ‘শ্রীহরি’ বলতে শুনেছে। সেই নিয়ে হিন্দু-মুসলমানে বিবাদ এমন পর্যায়ে গেল যে আর একটু হলেই দাঙ্গার উপক্রম হয়েছিল। এখন প্রশ্ন, বুড়ি হিন্দু না মুসলমান?
সকলকে অবাক করে দিয়ে বুড়ি যখন চ্যাংদোলা থেকে উঠে বসল, বুড়িকে জ্যান্ত দেখে একজন বুড়ির কাছেই জানতে চাইল সে কোন ধর্মের। তাতে বুড়ি যে উত্তর দিয়েছিল তাতে রহস্য যেন আরও ঘন হল। সকলকে ‘মিনষে’, ‘শকুনচোখো’, ‘নরকখেকো’ বলে বুড়ি চলে গিয়েছিল। জানা গেলনা বুড়ির ধর্ম।
তাই মনে হয়, বুড়ির ধর্ম হিন্দু নয় মুসলমান নয়- সকল ধর্মের উর্দ্ধে যে ধর্ম সেই মানবতাই হল বুড়ির ধর্ম। এই গল্পের বুড়ি সমস্তরকম সাম্প্রদায়িকতার উর্দ্ধে একজন মানুষ।