ভারতবর্ষ এমসিকিউ টেস্ট ভারতবর্ষ এমসিকিউ টেস্ট ভারতবর্ষ এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামের লোকজন কার মুন্ডুপাত করতে থাকলো? চৌকিদারের আল্লা-ভগবানের নিবারণ বাগদির থুত্থুড়ে বুড়ির 2. এক সময় দাগি ডাকাত ছিল— (উঃ মাঃ ২০১৬) ফজলু শেখ নিবারণ বাগদি নকড়ি নাপিত করিম ফরাজি 3. “নির্ঘাত মরে গেছে বুড়িটা” একথা কে বলেছিল? জগা চাওয়ালা গ্রামের চৌকিদার নকড়ি নাপিত গ্রামের সবাই 4. ‘ভারতবর্ষ’ গল্পে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ আছে? জ্যোতি বসু ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরু বল্লভ ভাই প্যাটেল 5. করিম ফরাজি একদা ছিল– (উঃ মাঃ ২০১৭) পেশাদার লাঠিয়াল পেশাদার ডাকাত পেশাদার কুস্তিগির পেশাদার বন্দুকবাজ 6. “…বৃষ্টির সঙ্গে বাতাস জোরালাে হলে তারা বলে”– (উঃ মাঃ ২০১৫) পউষে বাদলা ডাওর ফাঁপি ঝড়বৃষ্টি 7. “বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল”-চৌকিদার কী পরামর্শ দিয়েছিল ? (উঃ মাঃ ২০১৬) দোকান বন্ধ করতে বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে দাঙ্গা থামাতে বুড়িকে সেবা করতে 8. “…সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী”- তাদের পরিধানের বস্ত্র কোথায় তৈরি? কলকাতার কারখানায় দিল্লির কারখানায় আমেদাবাদের কারখানায় উড়িষ্যার কারখানায় 9. “আমিও তাে মােল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম।”-কে শহরে গিয়েছিল? (উঃ মাঃ ২০১৭) ফজলু শেখ করিম ফরাজি ভটচাজ মশাই নিবারণ বাগদি 10. কে জিজ্ঞাসা করেছিল “বুড়িমা! তুমি মরোনি!”? ভটচাজ মশাই নিবারণ বাগদি চৌকিদার নকড়ি নাপিত 11. “চাষাভুষাে মানুষ চায়ের দােকানে আড্ডা দিতে প্রতিক্ষা করছিল”- (উঃ মাঃ ২০১৮) গরম চায়ের রোদ ঝলমল একটা দিনের নীল উর্দি পরা চৌকিদারের শহরে যাওয়ার বাসের 12. ভারতবর্ষ গল্পে উক্ত গ্রাম থেকে থানার দূরত্ব কত ছিল? দু কোশ পাঁচ কোশ দু মাইল পাঁচ মাইল 13. ডাকপুরুষের বচন অনুযায়ী বুধবারে বৃষ্টি শুরু হলে কতদিন থাকে? একদিন দুদিন তিন দিন সাত দিন না 14. কে বুড়িকে কলমা পড়তে শুনেছিল? মোল্লা সায়েব করিম ফরাজি ফজলু শেখ নকড়ি নাপিত 15. বুড়িকে যেখানে ফেলে দিয়ে আসা হয়েছিল সেই নদীটি বাজার থেকে কত দূরে? এক মাইল দু মাইল পাঁচ মাইল সাত মাইল 16. ‘ভারতবর্ষ’ গল্পে কোন দিন বাদলা শুরু হয়েছিল? সোমবার মঙ্গলবার বুধবার শনিবার 17. কে বুড়িকে ‘শ্রীহরি শ্রীহরি’ বলতে শুনেছিল? ভটচাজ মশাই নিবারণ বাগদি নকড়ি নাপিত চৌকিদার 18. ‘ফজরের নমাজ’ বলতে কোন সময়ের নমাজপাঠকে বোঝায়? ভোরের সকালের দুপুরের সন্ধ্যার 19. থুত্থুড়ে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল- চিটচিটে তুলোর কম্বল দামি শাল নোংরা চাদর ছেড়া কাপড় 20. ” মাথার উপর আর কোন শালা নাই রে”- কে এ কথা বলেছিল? কোনো কোনো যুবক চাষী দোকানদার ভটচাজ মশাই মোল্লা সায়েব Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related