একাদশ শ্রেণী
বাড়ির কাছে আরশিনগর (বড় প্রশ্ন)
লালন ফকির
২। গ্রাম বেড়িয়ে অগাধ পানি- কোন গ্রামের কথা বলা হয়েছে। কথাটির তাৎপর্য লেখ?
উত্তর- ‘বাড়ীর কাছে আরশিনগর’ কবিতায় লালন ফকির একজন পড়শির কথা বলেছেন। আলোচ্য অংশে ‘গ্রাম’ বলতে সেই পড়শির গ্রাম আরশিনগরের কথা বলা হয়েছে।
কবি বলেছেন তাঁর বড়ির কাছেই আছে আরশিনগর যেখানে একজন পড়শি অর্থাৎ প্রতিবেশী থাকেন। কবির খুব ইচ্ছা সেই পড়শির সঙ্গে সাক্ষাৎ করার। কিন্তু সেই পড়শির গ্রাম অর্থাৎ আরশিনগরের চারপাশে রয়েছে অগাধ জলরাশি। কবি সেই জলরাশি পার হতে পারেন না কারণ তার কোনো কিনারা নেই। কোন মাঝিও বসে নেই সেই জলরাশি পার করে কবিকে পড়শির কাছে পৌঁছে দেবার জন্য।
আসলে বাউল দর্শন অনুযায়ী মানুষের মনের মধ্যেই ঈশ্বরের বসবাস। কিন্তু এত কাছে থেকেও সাধারণ মানুষ ঈশ্বর উপলব্ধি করতে পারে না। কেন পারে না সেটা ব্যখ্যা করার জন্যই লালন উপরোক্ত রূপকের আশ্রয় নিয়েছেন। এর অন্তর্নিহিত অর্থ এরকম- অগাধ পানি হলো মানুষের বিষয়বাসনা। বাসনামুক্ত মন থাকলেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। বিষয় বাসনার কারনেই মানুষ ঈশ্বরের কাছাকাছি থেকেও তাকে উপলব্ধি করতে পারে না। আবার মানুষের এই বাসনার কোনো অন্ত নেই, বাসনা থেকে মুক্তি পাবার কোনো মাধ্যমও নেই। কবির ভাষায়- “ও তার নাই কিনারা নাই তরণী পারে”। (শব্দ- ১৬১)