বাংলা চলচ্চিত্রের ইতিহাস|| Bangla Chalacchitrer Itihas
WBCHSE Class 12 (Twelve) Bengali- Bangla Chalacchitrer Itihas Long Question || উচ্চমাধ্যমিক বাংলা সংস্কৃতির ইতিহাস- বাংলা চলচ্চিত্রের ইতিহাস অধ্যায় থেকে বড় প্রশ্ন। প্রশ্নের বিষয়- বাংলা তথ্যচিত্র।
প্রশ্ন- বাংলা তথ্যচিত্র ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
উত্তর- তথ্যচিত্র হলো সেই চলচ্চিত্র যেখানে কাহিনী থাকে না বরং তত্ত্বের প্রধান থাকে। বাংলা তথ্যচিত্রের ধারাটি ও বেশ সমৃদ্ধ। বাংলা তথা ভারতের চলচ্চিত্র শিল্পের আদিপুরুষ হীরালাল সেনের হাত ধরেই বাংলা তথ্যচিত্র জন্ম হয়েছিল। তাঁর ‘দিল্লি দরবার’ কোন কাহিনীচিত্র ছিল না বরং তথ্যচিত্র ছিল। তবে সার্থক তথ্যচিত্র তৈরি হয়েছিল আরো বহু পরে- দেশ স্বাধীন হওয়ার পর।
নিচে কয়েকজন বাঙালি তথ্যচিত্রকার এবং তাদের কাজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল-
১) হরিসাধন দাশগুপ্তঃ তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার জন্য কয়েকটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- কোণার্ক, বাবা, আচার্য নন্দলাল, মিজোরাম প্রভৃতি।
২) সত্যজিৎ রায়ঃ কাহিনীচিত্রের পাশাপাশি সত্যজিৎ রায় পাঁচটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। সেগুলি হল- Rabindranath Tagore, The Inner Eye, Bala, Sikkim এবং সুকুমার রায়।
৩) ঋত্বিক ঘটকঃ তাঁর উল্লেখযোগ্য তথ্যচিত্র গুলি হল ‘আমার লেনিন’, ‘ইয়ে কিউ’, ‘আদিবাসিও কা জীবন স্রোত’, রামকিঙ্কর প্রভৃতি।
৪) চিদানন্দ দাশগুপ্তঃ তাঁর প্রথম তথ্যচিত্রটি কলকাতা বিষয়ক ‘পোট্রেট অফ এ সিটি’। এছাড়াও ‘বিরজু মহারাজ’, ‘দি ড্যান্স অফ শিবা’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য তথ্যচিত্র।
৫) মৃণাল সেনঃ তাঁর উল্লেখযোগ্য তথ্যচিত্রগুলি হল ‘মুভিং পার্সপেক্টিভ’, ‘ত্রিপুরা প্রসঙ্গ’, ‘ক্যালকাটা মাই এল ডোরাডো প্রভৃতি।
অন্যান্য বাংলা তথ্যচিত্রকরদের মধ্যে বিমল রায়, গৌতম ঘোষ, পূর্ণেন্দু পত্রী, বুদ্ধদেব দাশগুপ্ত প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্নঃ