বাংলা চলচ্চিত্রের ইতিহাস|| Bangla Chalacchitrer Itihas
WBCHSE Class 12 (Twelve) Bengali- Bangla Chalacchitrer Itihas Long Question || উচ্চমাধ্যমিক বাংলা সংস্কৃতির ইতিহাস- বাংলা চলচ্চিত্রের ইতিহাস অধ্যায় থেকে বড় প্রশ্ন। প্রশ্নের বিষয়- বাংলা সিনেমার প্রথম যুগের কয়েকজন অভিনেতা অ অভিনেত্রী।
প্রশ্ন- বাংলা চলচ্চিত্রের প্রথম যুগের কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫
উত্তর– রুপোলী পর্দায় যাদের মুখাবয়ব, কথাবার্তা কিংবা অঙ্গভঙ্গি ফুটে উঠে, তাদেরকে বলা হয় অভিনেতা। বাংলা সিনেমার প্রথমযুগে যে ক’জন অভিনেতা-অভিনেত্রী সিনেমাকে প্রাণবন্ত করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ছিলেন-
প্রমথেশ বড়ুয়া (১৯০৩-১৯৫১)- স্বনামধন্য এই শিল্পী রাজনীতি থেকে সিনেমায় এসেছিলেন। তিনি একাধারে অভিনেতা, পরিচালক, আলোকশিল্পী এবং প্রযোজক। এই চারটি ক্ষেত্রেই তিনি সফল। তাঁর অভিনীত ছবির মধ্যে রয়েছে- ‘চরিত্রহীন’, ‘অপরাধি’, ‘বেঙ্গল’, ‘গৃহদান’, ‘উত্তরায়ণ’ প্রভৃতি।
উমাশশী (১৯১৫-২০০০)- ‘বঙ্গবালা’ নির্বাক ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। বাংলা, হিন্দি এবং উর্দু মিলিয়ে মোট ১৫ টি ছবিতে অভিনয় করেন। উল্লেখযোগ্য ছবি হল- ‘বিগ্রহ’, ‘অভিষেক’, ‘চণ্ডীদাস’, ‘দেশের মাটি’ প্রভৃতি । একসময় হঠাৎ অভিনয় জগত থেকে সরে এসেছিলেন এই অভিনেত্রী।
কানন দেবী (১৯১৬- ১৯৯২)- ১৯২৬ সালে মাত্র ১০ বছর বয়েসে ‘জয়দেব’ সিনেমার শ্রীরাধার চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- ‘বিদ্যাপতি’, ‘সাথি’, ‘মুক্তি’, ‘জোরবরাত’ ইত্যাদি।
তুলসী চক্রবর্তী (১৮৯৯-১৯৬১)- বহু বাংলা সিনেমায় কৌতুক অভিনেতা এবং পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন । ‘পরশপাথর’, ‘পথের পাঁচালি’, ‘অযান্ত্রিক’ প্রভৃতি তার উল্লেখযোগ্য সিনেমা।
ছবি বিশ্বাস (১৯০০- ১৯৬২)- ১৯৩৬ খ্রিষ্টাব্দে অন্নপূর্ণার মন্দির চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় শতাধিক। উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে জলসাঘর, দেবী, কাঞ্চনজঙ্ঘা, কাবুলিওয়ালা, প্রতিশ্রুতি, শুভদা, হেডমাস্টার প্রভৃতি। চলচ্চিত্র ছাড়াও তিনি মঞ্চাভিনয়েও যথেষ্ট দক্ষ ছিলেন।
উপরোক্ত নামগুলি ছাড়াও পাহাড়ি সান্যাল, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্নঃ