প্রকৃতি-প্রত্যয়
সূচিপত্র
শব্দের মূল উপাদানকে বলা হয় প্রকৃতি। ক্রিয়াপদ ব্যতীত অন্য শব্দের মূল উপাদানকে বলা হয় নাম-প্রকৃতি এবং ক্রিয়াপদের মূল উপাদানকে বলা হয় ধাতু-প্রকৃতি। প্রকৃতির সঙ্গে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ করে নতুন শব্দ পাওয়া যায়, সেই বর্ণ বা বর্ণগুচ্ছকে বলা হয় প্রত্যয়। অন্যভাবে বললে, ধাতু বা শব্দের সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলা হয়। প্রত্যয় প্রধানত দুই প্রকার-
কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয় | ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয় বলে। |
তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় | শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে শব্দ প্রত্যয় বলে। |
কৃৎ প্রত্যয়
সংস্কৃত কৃৎ প্রত্যয় | ক্ত, ক্তি, শানচ, তৃচ, ইষ্ণু ইত্যাদি। |
বাংলা কৃৎ প্রত্যয় | অ, আ, অন, অতা, অন্ত ইত্যাদি। |
সংস্কৃত কৃৎ প্রত্যয়
১) ক্ত (উচ্চারণ ত)- গম্+ ক্ত = গত, স্না + ক্ত = স্নাত, কৃ+ ক্ত = কৃত, গুপ্+ ক্ত = গুপ্ত ইত্যাদি।
২) ক্তি ( উচ্চারণ তি)- গম্ + ক্তি = গতি; স্মৃ+ক্তি = স্মৃতি, দৃশ + ক্তি = দৃষ্টি, শম্ + ক্তি = শান্তি, কৃ + ক্তি = কৃতি, শ্রম্ + ক্তি = শ্রান্তি, মুচ্ + ক্তি = মুক্তি ইত্যাদি।
৩) শানচ্ (উচ্চারণ আন, মান)- বৃৎ + শানচ = বর্তমান, মূহ্ + শানচ = মূহ্যমান, বিদ্ + শানচ = বিদ্যমান।
৪) তৃচ্ (উচ্চারণ তা)- ধা + তৃচ = ধাতা (পুং), ধাত্রী (স্ত্রী), দা + তৃচ = দাতা, নী + তৃচ = নেতা, কৃ + তৃচ = কর্তা ইত্যাদি।
৫) ইষ্ণু (উচ্চারণ ইষ্ণু)- বৃধ্ + ইষ্ণু = বর্ধিষ্ণু, সহ্ + ইষ্ণু = সহিষ্ণু, চল্ + ইষ্ণু = চলিষ্ণু ইত্যাদি।
৬) অনট্ (উচ্চারণ অন)- গম্ + অনট্ = গমন, নী + অনট্ = নয়ন, দৃশ + অনট্ = দর্শন, স্মৃ + অনট্ = স্মরণ, চল্ + অনট্ = চলন ইত্যাদি।
৭) তব্য (উচ্চারণ তব্য)- গম্ + তব্য = গন্তব্য, বচ্ + তব্য = বক্তব্য, দা + তব্য = দাতব্য, স্মৃ + ত = স্মর্তব্য, ধৃ+তব্য = ধর্তব্য, জ্ঞা + তব্য = জ্ঞাতব্য ইত্যাদি।
৮) অনীয় (উচ্চারণ অনীয়)- কৃ + অনীয় = করণীয়, পূজ্ + অনীয় = পূজনীয়, দৃশ + অনীয় = দর্শনীয়, পা + অনীয় = পানীয়, শুচ্ + অনীয় = শােচনীয় ইত্যাদি।
৯) যৎ, ণ্যৎ, ক্যপ্ (য প্রত্যয় নামে পরিচিত)- পা + যৎ = পেয়, লভ্ + যৎ= লভ্য, রম + যৎ = রম্য, সহ + যৎ = সহ্য, শস্ + যৎ = শস্য, কৃ + ণ্যৎ = কার্য, ত্যজ্ + ণ্যৎ = ত্যাজ্য, হস্ + ণ্যৎ = হাস্য, ভিদ্ + ণ্যৎ = ভেদ্য, কৃ + ক্যপ্ = কৃত্য, দৃশ + ক্যপ্ = দৃশ্য, ভৃ+ ক্যপ্ = ভৃত্য ইত্যাদি।
১০) সন্ (ইচ্ছা অর্থে)- পা + সন্ + অ+ আ = পিপাসা, জ্ঞা + সন্ + অ+ আ = জিজ্ঞাসা, শ্রু + সন্ + অ + আ = শ্রুশ্রূষা ইত্যাদি।
১১) ণক্ (উচ্চারণ অক)- নী + অক (ণক) = নায়ক, পঠ্ + অক = পাঠক, গৈ + অক = গায়ক, কৃ+ অক = কারক, হন্ + অক = ঘাতক, জন্ + অক =জনক ইত্যাদি।
বাংলা কৃৎ প্রত্যয়
১) অ– হার্ + অ = হার, ছুট্+ অ = ছুট, চল্ + অ = চল, ডাক্ + অ = ডাক, বাড়্ + অ= বাড়, খুঁজ্ +অ = খোঁজ ইত্যাদি।
২) আ– দেখ্+ আ= দেখা, চল্+ আ= চলা, খা+আ = খাওয়া, পা+ আ = পাওয়া, জান্ + আ= জানা ইত্যাদি।
৩) অন, অনা, না– গড় + অন= গড়ন, কাঁদ্ + অন= কাঁদন, নাচ্+ অন= নাচন, বাড়্+অন= বাড়ন, বাজ্ + অনা= বাজনা, রাঁধ্+ অনা= রাঁধনা/ রান্না, পা+ অনা= পাওনা, কাঁদ্ + অনা= কাঁদনা/ কান্না, খেল+ না= খেলনা, বাট+না= বাটনা, ধর+ না= ধরনা ইত্যাদি।
৪) অত, অতা, অতি (তি)– মান্ + অত= মানত, বস্ + অত= বসত, বহ + অতা = বহতা, বস্ + অতি = বসতি, ফির্ + অত = ফিরত, ফেরত, জান্+ তা= জান্তা, পড়্ + তা = পড়তা, বাড়্ + অতি = বাড়তি, উঠ্ + তি= উঠতি; কাট্ + তি = কাটতি ইত্যাদি।
৫) অন্ত– বাড়্ + অন্ত = বাড়ন্ত, উড়্+অন্ত= উড়ন্ত, পড়্+ পড়ন্ত, চল্ + অন্ত = চলন্ত, ফল্ + অ = ফলন্ত, ঘুম্+ অন্ত= ঘুমন্ত, ডুব্+ অন্ত ইত্যাদি।
৬) আই/ আও– বাছ্ + আই = বাছাই, লড়্ + আই = লড়াই, ঝাল্ + আই= ঝালাই, ঘির্ + আও = ঘেরাও, ফল্ + আও = ফলাও, চড়্ + আও = চড়াও ইত্যাদি।
৭) আন– মানা+ আন= মানান, চাল + আন = চালান, জানা+ আন = জানান ইত্যাদি।
৮) আনাে– চাল + আনো = চালানাে, জানা + আনাে = জানানো, হাতা + আনাে = হাতানাে, পড়্ + আনো = পড়ানো ইত্যাদি।
৯) অনি (উনি)– চাল + অনি (উনি)= চালনি (চালুনি), নাচ + অনি (উনি) = নাচনি (নাচুনি), কাঁপ + অনি (উনি) = কাঁপনি (কাঁপুনি), ছাঁক + অনি (উনি) = ছাঁকনি (ছাঁকুনি), রাঁধ+ অনি (উনি) = রাঁধনি (রাঁধুনি), খাট্ + অনি (উনি) = খাটনি (খাটুনি) ইত্যাদি।
১০) ইয়ে– বাজ্+ ইয়ে= বাজিয়ে, নাচ্ + ইয়ে নাচিয়ে, লিখ্ + ইয়ে = লিখিয়ে, গা + ইয়ে = গাইয়ে ইত্যাদি।
১০) উক– মিশ্ + উক = মিশুক, নিন্দ্ + উক = নিন্দুক, ভূ + উক = ভাবুক ইত্যাদি।
১১) আরি/উরি– পুজ্+ আরি= পুজারি, দিশ্+ আরি= দিশারি, ডুব্+ উরি= ডুবুরি ইত্যাদি।
১২) ক– মুড়্ + ক= মোড়ক, চড়্+ ক= চড়ক ইত্যাদি।
১৩) উয়া– পড়্ + উয়া= পড়ুয়া, উড়্ + উয়া= উড়ুয়া (উড়ো) ইত্যাদি।
তদ্ধিত প্রত্যয়
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় | ষ্ণ, ষ্ণি, ষ্ণীয়, ষ্ণিক, ময়ট ইত্যাদি। |
বাংলা তদ্ধিত প্রত্যয় | ইয়া, উয়া, টিয়া, পনা, পারা ইত্যাদি। |
বিদেশি তদ্ধিত প্রত্যয় | আনা, আনি, গর, গিরি, নবিশ, বাজ ইত্যাদি। |
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
১) ষ্ণ(অ)- যদু + ষ্ণ = যাদব, মনু + ষ্ণ = মানব, সুমিত্রা + ষ্ণ= সৌমিত্র, কুরু+ ষ্ণ= কৌরব, গুরু + ষ্ণ = গৌরব, কুশল + ষ্ণ = কৌশল, শিশু +ষ্ণ = শৈশব, লঘু + ষ্ণ = লাঘব, মগধ + অ = মাগধ, শিশু + ষ্ণ = শৈশব, পাণ্ডু + ষ্ণ = পাণ্ডব ইত্যাদি।
২)ষ্ণি (ই)- রাবণ + ষ্ণি = রাবণি, দশরথ + ষ্ণি = দাশরথি, অরুণ + ষ্ণি = আরুণি ইত্যাদি।
৩)ষ্ণ্য (য)- দিতি + ষ্ণ্য = দৈত্য, বিচিত্র + ষ্ণ্য = বৈচিত্র্য, দরিদ্র + ষ্ণ্য = দারিদ্র, বৎসল + ষ্ণ্য = বাৎসল্য, পণ্ডিত + ষ্ণ্য = পাণ্ডিত্য, পুরোহিত + ষ্ণ্য = পৌরোহিত্য, গ্রাম+ ষ্ণ্য= গ্রাম্য, লবণ + ষ্ণ্য= লাবণ্য, প্রধান + ষ্ণ্য = প্রাধান্য, স্বতন্ত্র + ষ্ণ্য = স্বাতন্ত্র্য ইত্যাদি।
৪)ষ্ণেয় (এয়)- গঙ্গা + ষ্ণেয়= গাঙ্গেয়, রাধা + ষ্ণেয়= রাধেয়, ভগিনী + ষ্ণেয় = ভাগিনেয়, বিমাতা+ ষ্ণেয়= বৈমাত্রেয়, অগ্নি+ ষ্ণেয়= আগ্নেয়, পুরুষ+ ষ্ণেয় = পৌরুষেয়; পথ+ ষ্ণেয় = পাথেয় ইত্যাদি।
৫)ষ্ণায়ন (আয়ন)- দক্ষ + ষ্ণায়ন= দাক্ষায়ণ, নর + ষ্ণায়ন = নারায়ণ, বৎস + ষ্ণায়ন = বাৎসায়ন, দ্বীপ + ষ্ণায়ন = দ্বৈপায়ন, রাম + ষ্ণায়ন = রামায়ণ ইত্যাদি।
৬)ষ্ণিক (ইক)- বেদ+ ষ্ণিক= বৈদিক, দেহ+ ষ্ণিক= দৈহিক, লোক+ ষ্ণিক= লৌকিক, আধ্যাত্ম+ ষ্ণিক= আধ্যাত্মিক ইত্যাদি।
৭)ষ্ণীয় (ঈয়)-দেশ +ষ্ণীয় = দেশীয়, রাষ্ট্র+ ষ্ণীয়= রাষ্ট্রীয়, বঙ্গ+ ষ্ণীয়= বঙ্গীয়, নাটক+ ষ্ণীয়= নাটকীয়, ভারত+ ষ্ণীয়= ভারতীয়, ধর্ম+ ষ্ণীয়= ধর্মীয় ইত্যাদি।
৮)ময়ট(ময়)- মুৎ + ময়ট = মৃন্ময়, চিৎ+ ময়ট = চিন্ময়, হিরণ্য + ময়ট = হিরন্ময়, স্বর্ণ + ময়ট = স্বর্ণময়, ধূলি+ ময়ট= ধূলিময় ইত্যাদি।
৯)ইতচ (ইত)- পুষ্প + ইতচ = পুষ্পিত, ক্ষুধা + ইতচ = ক্ষুধিত, ত্বরা + ইতচ = ত্বরিত, ফল + ইতচ = ফলিত, কণ্টক+ ইতচ= কণ্টকিত, মুকুল+ ইতচ= মুকুলিত, কুসুম+ ইতচ= কুসুমিত, ইত্যাদি।
১০)ইন– কুল+ঈন =কুলীন, কাল + ঈন=কালীন, গ্রাম+ ঈন= গ্রামীণ ইত্যাদি।
১১)ইমন (ইমা)-মহৎ + ইমা = মহিমা, নীল + ইমা = নীলিমা, লঘু+ ইমন= লঘিমা, চন্দ্র + ইমন = চন্দ্রিমা, শ্যামল + ইমন = শ্যামলিমা, গুরু+ ইমন = গরিমা, তনু+ইমন = তনিমা, ইত্যাদি।
১২) র, ল,শ– পাণ্ডু + র = পাণ্ডুর, মধু+ র= মধুর, শীত + ল = শীতল, শ্যাম + ল = শ্যামল, মৃদু + ল = মৃদুল, বহু + ল = বহুল, কুশ + ল = কুশল, মাংস+ ল= মাংসল, লোম+ শ= লোমশ ইত্যাদি।
বাংলা তদ্ধিত প্রত্যয়
১) আ– তেল+ আ= তেলা, জল+ আ= জলা, পাগল+ আ= পাগলা, বাদল+ আ= বাদলা ইত্যাদি।
২) আই– মোগল+ আই= মোগলাই, বড়+ আই= বড়াই, চোর+ আই= চোরাই ইত্যাদি।
৩) আমি (মি), আমো (মো)– ন্যাকা + আমি(আমো) = ন্যাকামি (ন্যাকামো), পাকা + আমি (আমো) = পাকামি (পাকামো), গোঁড়া + আমি = গোঁড়ামি, গুণ্ডা+ আমি = গুণ্ডামি, বাঁদর+ আমো =বাঁদরামো, পাকা+ আমো = পাকামো, বোকা+ মো= বোকামো ইত্যাদি।
৪) আর, আরি (আরী)– ভাড় + আর = ভাড়ার, মাঝ + আর = মাঝার, রকম + আরি = রকমারি, শাঁখা+ আরি= শাঁখারি, মাঝ + আরি = মাঝারি (আরী-মাঝারী), পূজা + আরি = পূজারি, জুয়া + আরী = জুয়ারী ইত্যাদি।
৫) ই/ ঈ– শয়তান + ই = শয়তানি; চালাক + ই= চালাকি, বাহাদুর + ই = বাহাদুরি, বেয়াদব + ই = বেয়াদবি, ডাক্তার + ই = ডাক্তারি, পাহাড়+ ই= পাহাড়ি, মাস্টার + ই = মাস্টারি, চাষ + ঈ = চাষী, তেল + ঈ = তেলী, মহাজন + ঈ = মহাজনী, দাম + ঈ = দামী ইত্যাদি।
৬) ইয়া (এ)– কীর্তন+ ইয়া> কীর্তনিয়া, জাল+ ইয়া = জালিয়া (>জেলে), চাটগাঁ + ইয়া = চাটগাঁইয়া, পাহাড় + ইয়া = পাহাডিয়া , শহর + ইয়া = শাহরিয়া ইত্যাদি।
৭) উয়া (ও)– মাছ + উয়া= মাছুয়া, ধান + উয়া = ধানুয়া , কাঠ + উয়া = কাঠুয়া , ভাত + উয়া = ভাতুয়া ইত্যাদি।
৮) উক – পেট + উক = পেটুক, নিন্দা + উক = নিন্দুক, মিথ্যা + উক = মিথুক, লাজ + উক = লাজুক ইত্যাদি।
৯) টিয়া (টে)- ঝগড়া + টিয়া = ঝগড়াটিয়া (ঝগড়াটে), তামা + টিয়া =তামাটিয়া (তামাটে), ভাড়া + টিয়া= ভাড়াটিয়া (ভাড়াটে), ধোঁয়া+টে= ধোঁয়াটে ইত্যাদি।
১০) পানা, পারা– চাঁদ+ পানা= চাঁদপানা, হাঁড়ি+পানা= হাঁড়িপানা, পাগল + পারা = পাগলপারা ইত্যাদি।
১১) পনা-গিন্নী + পনা = গিন্নীপনা, দুরন্ত + পনা = দুরন্তপনা ইত্যাদি।
বিদেশি তদ্ধিত প্রত্যয়
১) আনা– বাঙালি+ আনা= বাঙালিয়ানা, বিবি+ আনা = বিবিয়ানা, বাবু + আনা = বাবুয়ানা, মুনশি + আনা = মুনশিয়ানা, নবাবি + আনা = নবাবিয়ানা, হিন্দু + আনা = হিন্দুয়ানা ইত্যাদি।
২) ওয়ান– দর+ ওয়ান = দরওয়ান > দারােয়ান, গাড়ি + ওয়ান = গাড়ােয়ান, কোচ+ওয়ান = কোচোয়ান।
৩) খাের– গাঁজা + খাের = গাঁজাখোর, আফিং + খাের = আফিংখাের, ঘুষ+ খাের= ঘুষখোর, নেশা+খাের= নেশাখোর ইত্যাদি।
৪) গর– জাদু + গর = জাদুগর, বাজি + গর = বাজিগর, কারি + গর = কারিগর ইত্যাদি।
৫) চি– তবল + চি = তবলচি, মশাল + চি = মশালচি, ধুনা + চি = ধুনুচি ইত্যাদি।
৬) দান/ দানি– ধূপ + দান = ধূপদান, কলম + দান = কলমদান, কলম + দানি = কলমদানি, ফুল + দানি = ফুলদানি ইত্যাদি।
৭) দার– ঝাড়ু + দার = ঝাড়ুদার, দোকান + দার = দোকানদার, জমি + দার = জমিদার, চৌকি + দার = চৌকিদার, ফৌজ + দার = ফৌজদার ইত্যাদি।
৮) গিরি– গুরু + গিরি = গুরুগিরি, কেরানি + গিরি = কেরানিগিরি, গোয়েন্দা + গিরি = গোয়েন্দাগিরি, দালাল + গিরি = দালালগিরি, নেতা+ গিরি= নেতাগিরি ইত্যাদি।
৯) নবিশ– হিসাব + নবিশ = হিসাবনবিশ, শিক্ষা + নবিশ = শিক্ষানবিশ, নকল+ নবিশ = নকলনবিশ, পত্ৰ+ নবিশ= পত্রনবিশ ইত্যাদি।
১০) বাজ– চাল + জ = চালবাজ, ঢপ + বাজ = ঢপবাজ, ফাঁকি + বাজ = ফাঁকিবাজ, ফন্দি + বাজ = ফন্দিবাজ, ফুর্তি+ বাজ= ফুর্তিবাজ, দাঙ্গা+ বাজ= দাঙ্গাবাজ ইত্যাদি।
১১) সহি (সই)– মানান+সহি (সই) = মানানসহি (মানানসই), পছন্দ+ সই= পছন্দসই, যুত+ সই= যুতসই ইত্যাদি।
১২) খানা– ডাক্তার+ খানা= ডাক্তারখানা, বৈঠক+ খানা= বৈঠকখানা, দাবা (ওষুধ)+ খানা= দাবাখানা, চিড়িয়া+ খানা= চিড়িয়াখানা, কসাই+ খানা= কসাইখানা, ছাপা+ খানা= ছাপাখানা।