বাংলা চলচ্চিত্রের ইতিহাস|| Bangla Chalacchitrer Itihas
WBCHSE Class 12 (Twelve) Bengali- Bangla Chalacchitrer Itihas Long Question || উচ্চমাধ্যমিক বাংলা সংস্কৃতির ইতিহাস- বাংলা চলচ্চিত্রের ইতিহাস অধ্যায় থেকে বড় প্রশ্ন। প্রশ্নের বিষয়- বাংলা ভাষায় ছোটোদের সিনেমা।
প্রশ্ন- বাংলা ভাষায় ছোটোদের সিনেমা তৈরির সংক্ষিপ্ত বিবরণ দাও। [৫]
উত্তর- চলচ্চিত্র শিল্পে শিশু-কিশোরদের জন্য নির্মিত সিনেমার বিশেষ স্থান রয়েছে। বাংলা ভাষায় ছোটদের জন্য নির্মিত সিনেমার ধারাটি তেমন সমৃদ্ধ নয়। ১৯৪৯ সালে নির্মিত সত্যেন বসুর ‘পরিবর্তন’ ছবিটি এই ধারার প্রথম ছবি। ১৯৫১ সালে অগ্রদূতের পরিচালনায় নির্মিত ‘বাবলা’ ছবিটিও ছোটদের সিনেমা।
এরপর ষাটের দশকে বেশ কয়েকটি ছোটদের ছবি তৈরি করা হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ‘দেড়শো খোকার কান্ড, ‘মানিক’, ‘বাদশা’, ‘ডাকাতের হাতে’, ‘হীরের প্রজাপতি’ প্রভৃতি। পরিচালক শান্তি চৌধুরী এবং রঘু গোস্বামীর পুতুলের অ্যানিমেশন দিয়ে তৈরি ‘বিরসা এন্ড হিজ ম্যাজিক ডল’ (১৯৫৮) ছবিটিও এই প্রসঙ্গে স্মরণীয়।
সত্যজিৎ রায়ের হাতে ছোটদের সিনেমা এক বিশেষ মাত্রা পেয়েছিল। তার ‘গুপীগাইন বাঘাবাইন’, ‘হীরক রাজার দেশে’, ‘জয় বাবা ফেলুনাথ’, ‘সোনার কেল্লা’ ছবিগুলি আজও শিশু-কিশোরদের মধ্যে সমান জনপ্রিয়।
ঋত্বিক ঘটকের ‘বাড়ি থেকে পালিয়ে’, তপন সিংহের ‘সফেদ হাতি’, ও ‘সবুজ দ্বীপের রাজা’ ছবিগুলি বাংলা ভাষার উল্লেখযোগ্য ছোটদের ছবি।
এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্নঃ