ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা||Bhasha Boihitrya O Bangla Bhasha
একাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি পুস্তক থেকে ভাষা (প্রথম পর্যায়)-এর অন্তর্গত তৃতীয় অধ্যায় হল ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা। যেহেতু প্রথম সেমিস্টারে কেবলমাত্র বহু বিকল্পধর্মী বা এমসিকিউ প্রশ্ন, আসবে তাই আলোচ্য পোস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ গুলি তুলে ধরলাম।
ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহু বিকল্পধর্মী প্রশ্ন বা এম সি কিউঃ
১। উপভাষা হলো
ক) ভাষার আদর্শ রূপ
খ) ভাষার আঞ্চলিক রূপ
গ) ভাষার বিকৃত রূপ
ঘ) ভাষার সাহিত্যিক রূপ।
২। বাংলা ভাষার উপভাষা কটি?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) দশটি।
৩। নিচের কোনটি বাংলা ভাষার একটি উপভাষা নয়?
ক) ভোজপুরি
খ) রাঢ়ী
গ) বরেন্দ্রী
ঘ) বঙ্গালি।
৪। উপভাষার আলোচনায় ডায়ালেক্ট কনটিনাম বলতে বোঝায়
ক) ভাষা চর্চা
খ) কথ্য রূপ
গ) লেখ্য রূপ
ঘ) পারস্পরিক বোধগম্যতা।
৫। বিভিন্ন সামাজিক স্তরে ভাষার যে বৈচিত্র্য তাকেই …. বলে। (শূন্যস্থান পূরণ কর)
ক) সমাজভাষা
খ) বিভাষা
গ) নিভাষা
ঘ) উপভাষা।
৬। নিচের কোন ডায়াগ্রামটি ভাষার সঙ্গে উপভাষার সম্পর্ককে তুলে ধরেছে:
ক) (a)
খ) (b)
গ) (c)
ঘ) (c)
৭। ব্যক্তিভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে বলে
ক) সমাজভাষা
খ) বিভাষা
গ) নিভাষা
ঘ) উপভাষা।
৮। একটি নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত বিশেষ ভাষা ছাঁদকে উপভাষা বলা হয় ….. (শূন্যস্থান পূরণ কর)
ক) আদর্শ ভাষা
খ) আঞ্চলিক ভাষা
গ) উপভাষা
ঘ) সমাজভাষা।
৯। কেস ষ্টাডি ভিত্তিক প্রশ্নঃ ক-এর কথা বুঝতে খ-এর খুব অসুবিধা হয়। একইরকমভাবে, খ-এর সব কথা ক বুঝতে পারে না। কিন্তু ক যখন মান্য বাংলায় একটি দরখাস্ত লেখে, খ সেটি পড়ে সবটা বুঝতে পারে। এর থেকে বোঝা যায়:
ক) ক এবং খ উভয়েই বাঙালি
খ) ক এবং খ ভিন্ন অঞ্চলের মানুষ
গ) ক এবং খ – এর উপভাষা আলাদা
ঘ) সবকটিই ঠিক।
১০। বাংলা ভাষার উপভাষাগুলির মধ্যে কোনটিকে মান্য ভাষার স্বীকৃতি দেওয়া হয়?
ক) রাঢ়ী
খ) বরেন্দ্রী
গ) ঝাড়খণ্ডী
ঘ) কামরূপী।
১১। কেস ষ্টাডি ভিত্তিক প্রশ্নঃ বাংলা গদ্যের জন্মলগ্নে তৎসম শব্দের বহুল প্রচলন ছিল। পরবর্তীকালে গদ্যরচনার এক নতুন রীতির প্রবর্তন ঘটে। রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী প্রমুখের হাত ধরে এই রীতি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা গদ্যের নতুন এই রীতিটি হল
ক) সাধু রীতি
খ) চলিত রীতি
গ) আদর্শ রীতি
ঘ) ব্যকরণসম্মত রীতি।
১২। বাংলা গদ্যের চলিত রীতির মূল ভিত্তি হল
ক) ইংরেজি ভাষা
খ) মাতৃভাষা
গ) মৌখিক ভাষা
ঘ) সংস্কৃত ভাষা।
১৩। প্রশ্নে উল্লেখিত বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন কর:
বিবৃতি (A): কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বাংলা ভাষা আদর্শ বাংলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
কারণ (R): ব্রিটিশ আমল থেকেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে প্রাধান্য পেয়ে আসছে।
ক) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
খ) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
গ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
ঘ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
১৪। প্রশ্নে উল্লেখিত বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন কর:
বিবৃতি (A): পারস্পরিক বোধগম্যতা হারিয়ে গেলে একটি ভাষার উপভাষা থেকে নতুন একটি ভাষার জন্ম হতে পারে।
কারণ (R): একটি জীবিত ভাষা হল বহতা নদীর মত।
ক) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) vul
খ) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
গ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
ঘ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
১৫) স্তম্ভ মেলাও
ক স্তম্ভ | খ স্তম্ভ |
(I) পুরুলিয়া | (A) বরেন্দ্রী |
(II) হুগলি | (B) কামরুপী |
(III) জলপাইগুড়ি | (C) ঝাড়খণ্ডী |
(IV) মালদা | (D) রাঢ়ী |
ক) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
খ) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
গ) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
ঘ) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)
১৬। একজন ব্যক্তির ভাষা ব্যবহারের ক্রমটি হল নিম্নরূপ:
ক) বিভাষা> সমাজভাষা> উপভাষা> মান্য ভাষা
খ) বিভাষা> সমাজভাষা> মান্য ভাষা> উপভাষা
গ) উপভাষা> সমাজভাষা> বিভাষা> মান্যভাষা
ঘ) সমাজভাষা> মান্য ভাষা> উপভাষা> বিভাষা
১৭। বাংলা গদ্যের সাধুরীতি সম্পর্কে কোন কথাটি সত্য নয়?
ক) তৎসম শব্দবহুল
খ) সাহিত্যেই সীমাবদ্ধ
গ) ক্রিয়া পদের সংক্ষিপ্ত রূপ
ঘ) সর্বনাম পদের দীর্ঘ রূপ।
১৮। বাংলা গদ্যের চলিত রীতি সম্পর্কে কোন কথাটি সত্য নয়?
ক) পদবিন্যাসের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা
খ) ক্রিয়া ও সর্বনামের সংক্ষিপ্ত রূপ
গ) কথ্য ভাষার কাছাকাছি
ঘ) তদ্ভব শব্দের প্রয়োগ।
১৯। বাংলাদেশের ঢাকা শহরে বাংলা ভাষার কোন উপভাষা প্রচলিত?
ক) রাঢ়ী
খ) বরেন্দ্রি
গ) বঙ্গালী
ঘ) কমরূপী।
২০। সমাজের উচ্চবর্ণের সঙ্গে নিম্নবর্ণের ভাষার তারতম্য লক্ষ্য করা যায়
ক) বাংলা ভাষায়
খ) হিন্দি ভাষায়
গ) গুজরাটি ভাষায়
ঘ) তামিল ভাষায়।