বাক্যের বিভিন্ন জোট সম্পর্কে আলোচনা

বাক্যতত্ত্ব

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- বাক্যের বিভিন্ন জোট সম্পর্কে আলোচনা কর।

উত্তর- অব্যবহিত উপাদান তত্ত্বের একটি গুরুত্বপুর্ণ বিষয় হল পদের জোট। বাক্যের কোনো পদ একা থাকতে পারেনা। পাশাপাশি অবস্থিত দুটি পদ সবসময় জোট বাঁধার চেষ্টা করে। জোট বাঁধার পর একটি পদের প্রাধান্য বজায় থাকে। আধুনিক ভাষাতত্ত্বে অনেক রকম জোট সম্পর্কে আলোচনা করা হলেও প্রধান জোট চারটি-

১) বিশেষ্যজোট,
২)অনুসর্গজোট,
৩)ক্রিয়াজোট,
৪) ক্রিয়া-বিশেষণজোট।

বাক্যতত্ত্বের আলোচনায় জোট

একটি উদাহরণের সাহায্যে জোটগুলি দেখানো হল-

    ‘সাদা দোতলা বাড়িটার সামনে একদম চুপচাপ দাঁড়িয়ে রইলাম’।

১) বিশেষ্যজোট– বিশেষ্য, সর্বনাম প্রভৃতি নামপদ মিলে বিশেষ্যজোট গঠন করে। বিশেষ্যজোটে একটি বিশেষ্যপদের প্রাধান্য থাকে বাকি পদগুলি বর্ধক হিসেবে কাজ করে। উপরের বাক্যে ‘সাদা দোতলা বাড়িটা’ জোটটি বিশেষ্যজোট আর প্রধান পদ হল ‘বাড়িটা’।    

২) অনুসর্গ জোট– এই জোটের শাসনকর্তা হল অনুসর্গ। যেমন- ‘সাদা দোতলা বাড়িটার সামনে’ জোটটিতে প্রধান হল ‘সামনে’ অনুসর্গটি।

৩) ক্রিয়া জোট– ক্রিয়াজোট গড়ে উঠে ক্রিয়াপদ সহ ক্রিয়াবাচক নানা উপাদান যেমন ক্রিয়াবিভক্তি, কাল, প্রকার প্রভৃতি দিয়ে। শাসনক্ষমতা থাকে একটি ক্রিয়াপদের উপর। উপরের বাক্যটিতে ক্রিয়াজোট হল ‘দাঁড়িয়ে রইলাম’।

৪) ক্রিয়া-বিশেষণ জোট– ক্রিয়াবিশেষণ জোটের পুরোটাই নিয়ন্ত্রণ করে ক্রিয়াবিশেষণ। যেমন- উপরের বাক্যটিতে ‘একদম চুপচাপ’ হল ক্রিয়াবিশেষণ জোট।

error: Content is protected !!