নিউ থিয়েটার্স

বাংলা চলচ্চিত্রের ইতিহাস|| Bangla Chalacchitrer Itihas

WBCHSE Class 12 (Twelve) Bengali- Bangla Chalacchitrer Itihas Long Question || উচ্চমাধ্যমিক বাংলা সংস্কৃতির ইতিহাস- বাংলা চলচ্চিত্রের ইতিহাস অধ্যায় থেকে বড় প্রশ্ন। প্রশ্নের বিষয়- বাংলা চলচ্চিত্রের ধারায় বি. এন. সরকার বা নিউ থিয়েটারের ভূমিকা। 

প্রশ্ন- বাংলা সিনেমার ইতিহাসে নিউ থিয়েটার্সের (অথবা, বি. এন. সরকারের) অবদান আলোচনা কর। [৫]

উত্তরঃ বাংলা সিনেমার সবাক যুগের শুরুতে যে প্রতিষ্ঠানটি অগ্রণী ভুমিকা নিয়েছিল তার নাম নিউ থিয়েটার। বিলেতফেরত সিভিল ইঞ্জিনিয়ার বীরেন্দ্রনাথ সরকার যিনি বি. এন. সরকার নামে অধিক পরিচিত ১৯৩১ সালে ১০ই ফেব্রুয়ারী এই থিয়েটারের প্রতিষ্ঠা করেন। এর আগে বাংলা সিনেমায় বাঙ্গালী উদ্যোগপতি ছিলেন হীরালাল সেন। তবে এই পর্যায়ে নিউ থিয়েটারের অবদান সর্বাধিক গুরুত্বপুর্ন।

নিউ থিয়েটার্স

কৃতিত্ব– ১৯৩১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেনাপাওনা’ ছবিটি নিউ থিয়েটারের প্রথম ছবি ছিল। এই ছবির পরিচালক এবং সঙ্গীত পরিচালক ছিলেন যথাক্রমে প্রেমাঙ্কুর আতর্থী এবং রাইচাঁদ বড়াল। তবে এই ছবি সহ পরবর্তী চারটি ছবিতেও সাফল্যের মুখ দেখতে পায়নি নিউ থিয়েটার। ১৯৩২ সালে দেবকী বসুর ‘চণ্ডীদাস’ যথেষ্ট প্রশংসা পেয়েছিল। ১৯৩৫ সালের ‘দেবদাস’ সিনেমাটিও দর্শকদের মন কেড়েছিল। ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত মোট ১৫০টি সিনেমা তৈরি করেছিল নিউ থিয়েটার্স যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘ভাগ্যচক্র’, ‘মুক্তি’, ‘বিদ্যাপতি’, ‘অভিজ্ঞান’, ‘দেশের মাটি’, ‘বড়দিদি’, ‘রজত জয়ন্তী’, ‘জীবন মরণ’ প্রভৃতি। ২০১১ সালে ‘আমি আদু’ সিনেমার মধ্য দিয়ে নিউ থিয়েটার আবার পথচলা শুরু করে।

বিশেষ অবদান– নিউ থিয়েটার্স সিনেমা তৈরি ছাড়াও একঝাঁক নতুন শিল্পী ও কলাকুশলীকে সিনেমার আঙিনায় নিয়ে এসেছিল যারা পরবর্তীকালে বাংলা সিনেমাকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এই তালিকায় রয়েছেন-

অভিনেতা– কে. এল সাইগল, কে. সি. দে, পৃথ্বীরাজ কাপুর, বিকাশ রায়, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, বসন্ত চৌধুরী;

পরিচালক– প্রেমাঙ্কুর আতর্থী, প্রমথেশ বড়ুয়া, দেবকি বসু, নিতিন বসু;

সঙ্গীত পরিচালক– রাইচাঁদ বড়াল, পঙ্কজ মল্লিক, তিমির বরণ প্রমুখ।

এছাড়াও ১৯৩৫ সালে ‘ভাগ্যচক্র’ সিনেমাতেই প্রথম প্লেব্যাকে গানের সূচনা হয় যা ভারতের সিনেমার ইতিহাসে প্রথম।

স্বীকৃতি– বাংলা সিনেমায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে বি. এন. সরকার দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন।

এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্নঃ 

error: Content is protected !!