অসুখী একজন- MCQ টেস্ট

অসুখী একজন

কবিঃ পাবলো নেরুদা || অনুবাদকঃ নবারুণ ভট্টাচার্য

দশম শ্রেণীর পাঠ্য অসুখী একজন কবিতা থেকে দশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। টেস্ট দেওয়ার আগে কবিতাটি ভালো করে পড়া দরকার। অবশ্য বাংলার ক্ষেত্রে শুধু পড়লে হয় না, মানে বুঝে পড়তে হয়।নীচের ভিডিওটিতে ‘অসুখী একজন’ কবিতাটি খুব সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। ভিডিওটি দেখলে এই কবিতা থেকে যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে।

অসুখী একজন- MCQ টেস্ট

1.

যুদ্ধের ফলে কোথায় আগুন ধরে গিয়েছিল?

 
 
 
 

2.

‘অসুখী একজন’ কবিতায় বছরগুলোকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?

 
 
 
 

3.

পাবলো নেরুদার প্রকৃত নাম কী?

 
 
 
 

4.

“যেখানে ছিল শহর”- সেখানে কোন জিনিসটা ছড়িয়ে ছিল?

 
 
 
 

5.

‘অসুখী একজন’ কবিতায় শেষপর্যন্ত কে বেঁচে ছিল?

 
 
 
 

6.

‘অসুখী একজন’ কবিতায় দেবতাদের সম্পর্কে কী কী বিশেষণ প্রয়োগ করা হয়েছে?

 
 
 
 

7.

‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?

 
 
 
 

8. ‘জলতরঙ্গ’ হল একপ্রকার-

 
 
 
 

9.

দেবতারা কতকাল ধ্যানে ডুবেছিল?

 
 
 
 

10.

‘অসুখী একজন’ কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন-

 
 
 
 

Question 1 of 10

error: Content is protected !!