আমি দেখি এমসিকিউ টেস্ট আমি দেখি এমসিকিউ টেস্ট আমি দেখি এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. কবির চোখ কী চায়? সবুজ সবুজ বাগান বাগান আরোগ্য 2. “চোখ তাে সবুজ চায়/ দেহ চায়”- (উঃ মাঃ ২০১৭) সবুজ পাতা সবুজ ঘাস সবুজ বাগান সবুজ উঠান 3. “তাই বলি, গাছে তুলে আনাে” – কবি গাছ বসাতে চান- (উঃ মাঃ ২০১৮) পথের ধারে বাড়ির ছাদে বাগানে টবে 4. ‘আমি দেখি’ কবিতাটি কবির কোন কাব্য সংকলন থেকে নেওয়া হয়েছে? কয়েকটি কবিতা অঙ্গুরী তোর হিরণ্য জল সোনার মাছি খুন করেছি হে প্রেম, হে নৈঃশব্দ্য 5. কবি বহুদিন যাবৎ কোথায় দিনযাপন করেননি বলে দুঃখ প্রকাশ করেছেন? শহরের বুকে জঙ্গলে গ্রামে পাহাড়ে 6. “আরোগ্যের জন্য” কোন জিনিসের প্রয়োজন বলে কবি মনে করেন? খোলা হাওয়া নির্ভেজাল খাদ্য গাছের সবুজ মনোরম পরিবেশ 7. “সবুজের অনটন ঘটে”- কোথায়? গ্রামে শহরে জঙ্গলে টবে 8. কবি বলেছেন “আমার দরকার শুধু”– গাছ দেখা ফুল দেখা পুজোর ফুল সবুজ বাগান 9. “সবুজের অনটন ঘটে…”- (উঃ মাঃ ২০১৬) অনাবৃষ্টির ফলে শহরের অসুখ সবুজ খায় বলে ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে অভিজ্ঞ মালী নেই বলে 10. “আমি দেখি” কবিতার শেষতম পংক্তি কোনটি? গাছ আনো গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related